শ্রেয়া চ্যাটার্জি : গত বেশ কয়েক বছর ধরে বন্ধ হিন্দমোটর কারখানা। একসময় বেশ রমরমা ছিল এই কারখানার। এখন সেখানেই শুধুই স্মৃতি। কারখানার চারিদিকে গজিয়ে উঠেছে কাটা গাছ। প্রমাণ করে কারখানাটির জীর্ণ হয়ে গেছে। ইতিহাসের পাতায় চলে গিয়েছে তার নাম। কিন্তু হঠাৎই কারখানায় শোনা যাবে আবার আগের মতন মেশিনের আওয়াজ আনাগোনা হবে লোকজনের। কিন্ত আগে তো সেখানে তৈরি হতো চারচাকা গাড়ি এখন সেখানে কি তৈরি হবে? এখন অবশ্য সেখানে চারচাকা গাড়ি তৈরি হবে না তৈরি হবে তার থেকেও বড় কিছু জিনিস। কি অবাক হচ্ছেন তো? ইতালির এক সংস্থার হাত ধরে এই হিন্দ মোটর কারখানা কিছুটা আলোর মুখ দেখতে পাবে বলে ধারণা করা যাচ্ছে। এখানে তৈরি হবে মেট্রোরেলের কোচ।
মঙ্গলবার এই রাজ্যে বৈঠক হয়ে গেল শিল্পসচিব বন্দনা যাদবের সঙ্গে। এই সম্ভাবনা যাতে বাস্তবায়িত হয় তার জন্যই তারা চেষ্টা করছেন। প্রকল্পটি হলে মেট্রোর কোচ বড় ট্রেলারে সড়কপথে হিন্দমোটর থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে, আর সেই কারণেই এই কারখানা সংলগ্ন জায়গা অর্থাৎ টি এন মুখার্জি রোডের বিদ্যুৎবাহী তার কিছুটা উঁচু করার ব্যবস্থা করা হবে বলে জানানো হচ্ছে।
আরও পড়ুন : নতুন গ্যাস কানেকশনের সাথে ৫০ লক্ষ টাকার জীবন বিমা
হিন্দ মোটর কারখানা যদি এরকম ভাবে তার ভোল পাল্টে অন্য ভাবে মানুষের কাছে ফিরে আসে তবে তাহলে হুগলি শিল্পাঞ্চল এর খানিকটা উন্নতি ঘটবে। ১৯৫৪ সালে এই কারখানা তারপথ চলা শুরু করলেও ২০১৪ সালে তা থেমে যায়। তবে যেহেতু কারখানার আশপাশ অনেকদিন অব্যবহৃত তাই কারখানা টিকে আবার সচল করতে গেলে কারখানাটির একটু ভোলবদল করার দরকার। তাই কারখানার সংলগ্ন রাস্তা থেকে শুরু করে কারখানার পরিকাঠামোগত কিছু সংস্কার নিয়ে রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে ওই সংস্থাটি।