ভারত বার্তা ডেস্কঃ ১৯৫২ সাল থেকে জম্মু-কাশ্মীরের সরকার আলাদা পতাকার অধিকারী হয়েছিল। এতদিন উড়তো জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা। কিন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এক বিশাল চমক দেন সকল দেশবাসীকে। কাশ্মীরের লাগু থাকা ৩৭০ ধারা রদ করেন তিনি। যে কারনে সকল দেশবাসী সহ পাশাপাশি প্রতিবেশী বন্ধু দেশরাও এই কাজকে যারপরনাই ভাবে সমর্থন করেন। রবিবার কাশ্মীরের বিভিন্ন অফিস ও কার্যালয়ে নীল আকাশে উড়তে শুরু করেছে ভারতের পতাকা তেড়াঙ্গা। এতদিন জম্মু-কাশ্মীরে উরতো অন্য পতাকা, কিন্তু ৩৭০ ধারা রদ হওয়ার পর সারা জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে ফেলা হয়েছে নিজস্ব পতাকা সেই স্থানে আজ সমমর্যদায় উড়ছে ভারতীয়দের গর্ব জাতীয় পতাকা তেড়াঙ্গা। এহেন কাজে গর্বীত সকল দেশবাসী। তাই আজ ঐতিহাসিক দিন কাশ্মীরে।