টেক বার্তা

Electric Cycle: মাত্র ২৩৫০ টাকায় কিনুন Honda E MTB ইলেকট্রিক সাইকেল, ৭৯ কিমি মাইলেজ সহ থাকছে দুর্দান্ত ফির্চাস

Advertisement

Advertisement

বিগত কয়েক বছরে ভারতের বাজারে বিস্ফোরণ ঘটেছে অটোমোবিল সেক্টরে। বিশেষ করে ইলেক্ট্রিক গাড়ি হোক কিংবা স্কুটারের ক্ষেত্রে অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে। তবে মধ্যবিত্তের জন্য ইলেকট্রিক স্কুটার কেনার স্বপ্ন দুঃস্বপ্ন হলেও সেই আশা পূর্ণ করেছে একাধিক কোম্পানি। ইলেকট্রিক স্কুটারের বদলে স্বল্প মূল্য ইলেকট্রিক সাইকেল গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে টাটা, হোন্ডা সহ একাধিক কোম্পানি। যে সমস্ত ইলেকট্রিক সাইকেলের দাম থাকছে নাগালের মধ্যে এবং ফির্চাস থাকছে চোখে পড়ার মত। যা গ্রাহকদের কাছে বিগত কয়েক বছরে বিশেষ ভাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে।

এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা ইলেক্ট্রিক সাইকেল ক্রয় করতে চান এবং কম দামে সেরা ইলেকট্রিক সাইকেল নিজের করে পেতে চান, সে ক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের বাজার সেরা ইলেকট্রিক সাইকেলের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে, যেটি ক্রয় করতে আপনাকে মাত্র ২৩৫০ টাকা খরচ করতে হবে।

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি ভারতের বাজারে গাড়ি নির্মাণ সংস্থা হোন্ডা নিজেদের সেরা ইলেক্ট্রিক সাইকেল লঞ্চ করেছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, Honda E MTB নামের এই ইলেকট্রিক সাইকেলটি বর্তমান সময়ে বাজারের সেরা ইলেক্ট্রিক সাইকেল। যা গ্রাহকদের একটি দুর্দান্ত রাইড উপহার দেবে বলেও বলা হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি বাজারের সেরা এই ইলেকট্রিক সাইকেলের বৈশিষ্ট্যের কথা বলি, তবে এটি একবার সম্পূর্ণ চার্জে ৭৯ কিলোমিটার মাইলেজ দেবে। যা বাজারে প্রাপ্ত যে কোন স্কুটারের চেয়েও বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, শক্তিশালী এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে মাত্র ২.৫ ঘন্টা সময় লাগবে গ্রাহকদের। ভারতের বাজারে সাইকেলটির দাম ২৩৫০০ টাকা ধার্য করা হলেও গ্রাহকরা ২৩৫০ টাকা ডাউন পেমেন্ট করে সাইকেলটি ঘরে নিতে পারবেন। এছাড়া, বাকি টাকা মাসিক সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন গ্রাহকরা।

Recent Posts