‘স্যালন ও স্পা’-এর আড়ালে মধুচক্রের ঘটনা আবার উঠে আসল। শহরের এক অভিজাত এলাকায় সম্প্রতি এমনি এক ঘটনার কথা উঠে আসল। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তিন মহিলাকেও উদ্ধারও করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানা এলাকার শর্ট স্ট্রিটে একটি স্যালন ও স্পা তে মহিলাদের আনাগোনা বাড়ছিল বেশ কিছুদিন ধরে। ওই স্যালনের ভিতরে রয়েছে কিউবিকল। তার ভিতরই চলছে মধুচক্র।
লালবাজারের গোয়েন্দারা সেখানে হানা দিলে হাতেনাতে ধরে ফেলেন দুই খদ্দেরকে। মধুচক্রের ম্যানেজার চন্দন জয়সওয়াল, দুই দালাল মহম্মদ দানিশ, লোকনাথ দাসকেও গ্রেপ্তার করা হয়। কাজ দেওয়ার নাম করে বাধ্য করা হত যৌন ব্যবসায় নামানো হত তাদের। দালালও বিভিন্নভাবে খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্পায়ে নিয়ে আসত বলে জানানো হয়েছেন। ধৃতদের জেরার মাধ্যমে হচ্ছে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না দেখছে পুলিশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ধূমপানের বিধিনিষেধ নিয়ে নতুন আইন আনছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
এর আগেও শহরের বেশ কিছু জায়গায় মিলেছে স্পা ও ফ্যামিলি স্পায়ের আড়ালে মধুচক্রের খোঁজ। এবার সেই তালিকায় আরও এক স্পা এ-র নাম উঠে আসল। দিন দিন এই ঘটনা বেড়েই চলেছে। একের পর এক স্পা কে কেন্দ্র করে উঠে আসছে মধুচক্রের খবর।