Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বারুইপুরে মধুচক্র ফাঁস, নাবালিকা সহ উদ্ধার আটজন

বেশি টাকার লোভ দেখিয়ে মধুচক্রের ব্যবসা নতুন নয় কলকাতাতেও বেশ কয়েকটি জায়গা থেকে মধুচক্রের সন্ধান মিলেছে এবার তা পাওয়া গেল মফস্বলের এলাকা থেকেও। নাবালিকা আটজনকে গ্রেফতার করল পুলিশ বারুইপুর থেকে।…

Avatar

বেশি টাকার লোভ দেখিয়ে মধুচক্রের ব্যবসা নতুন নয় কলকাতাতেও বেশ কয়েকটি জায়গা থেকে মধুচক্রের সন্ধান মিলেছে এবার তা পাওয়া গেল মফস্বলের এলাকা থেকেও। নাবালিকা আটজনকে গ্রেফতার করল পুলিশ বারুইপুর থেকে।

কেউ আসে অভাবের তাড়নায় কেউবা আসে স্বভাবে। মা বাবা হয়তো বিক্রি করে দিয়েছে কিংবা বিলাসিতা জীবন-যাপনের অর্থ যোগানের জন্য কেউ নাম দিয়েছে এই মধুচক্রের দলে। যে উপায়ে হয়ে থাকুক বিষয়টি বেআইনি ও অনৈতিক। তাই কলকাতার পাশাপাশি অন্যান্য জেলা গুলিতেই এখন মধুচক্রের ব্যবসা বেশ রমরমিয়ে চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মধুচক্রের আসর থেকে হাশরে হানা দিয়ে পুলিশ এক নাবালিকা সমেত গ্রেফতার করল আটজনকে। গোচরণ রেল স্টেশন সংলগ্ন একটি বাড়িতে রবিবার রাতেই পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এখানেই আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে পাঁচ জন মহিলা এবং দুজন পুরুষকে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সেই বাড়িতে অনেকদিন ধরেই দেহ ব্যবসার কাজ চলছে এই ষষ্ঠী ফকিরের বাড়িটিতে। নাবালিকা টিকে হোমে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, সোমবার তাদের কে বারুইপুর আদালতে তোলা হয়েছে।

About Author