করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়েছে কেরল সরকার। কোনো প্রতিষেধক ছাড়াই এখানে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। পরিস্থিতির উন্নতি দেখে লকডাউন হালকা করার সিদ্ধান্ত নিলো এই সরকার।
জানা গেছে, আগামী সোমবার থেকে এই রাজ্যের ৭টি জেলায় লকডাউন আলগা করার বিশেষ অনুমতি পেয়েছে কেরল সরকার। করোনা আক্রান্তের ওপর ভিত্তি করে গোটা রাজ্যকে চারভাগে ভাগ করা হয়েছিলো, যথা- রেড জোন, অরেঞ্জ এ জোন, অরেঞ্জ বি জোন এবং গ্রীন জোন।
পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি দেখে কেন্দ্রের কাছে লকডাউন আলগা করার অনুমতি চাইলে শুক্রবার তা মঞ্জুর করে কেন্দ্রীয় সরকার। এরপর গ্রীন জোন হিসেবে চিহ্নিত দুই জেলায় লকডাউনে ছাড় ঘোষণা করতে চলেছে কেরল সরকার। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কেরলের গ্রীন জোন হিসাবে চিহ্নিত ২ জেলায় খুলবে দোকানপাট সাথে যানবাহন পরিষেবা পুনরায় চালু হবে। এছাড়া অরেঞ্জ বি জোনে থাকা কিছু জেলায় নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু রেস্তোরাঁ, দোকানপাট খুলতে দেওয়া হবে। তবে স্কুল, কলেজ ৩রা মে পর্যন্তই বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ভারতে প্রথম আক্রান্ত কেরল থেকে হলেও সবচেয়ে বেশি আক্রান্ত সুস্থ হয়েছেন এই রাজ্যেই। এখনও অব্দি কেরলে মোট আক্রান্তের হয়েছেন ৩৯৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৫৫ জন। এছাড়া মৃত্যুর সংখ্যাও অনেকটাই কম।