রবিবার ব্যারাকপুরে দলীয় কাজে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ব্যারাকপুরের স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। তারপর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন তার অসংখ্য অনুগামীরা। সবাই জানতে চাইছেন তারকা বিধায়ক কেমন রয়েছেন বর্তমানে। এই নিয়ে যেমন অনুগামীরা চিন্তিত রয়েছেন ঠিক একইভাবে চিন্তিত রয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী।
একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ্যের বর্তমান অবস্থার কথা জানালেন।। শুভশ্রী বললেন, রাজ চক্রবর্তী কে নিয়ে চিন্তা করার কিছু হয়নি। ওর কিছু বিশেষ হয়নি ও ঠিক আছে। অন্যদিকে, রাজ চক্রবর্তীর শ্যালিকা অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় একই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ খুব বড় কোন ঘটনা ঘটেনি। আসলে যেটা ঘটেছে, বিষয়টিকে তার থেকে অনেক বড় করে দেখানো হচ্ছে।রাজ চক্রবর্তী বর্তমানে ভালো আছে। তাকে নিয়ে চিন্তার কোন কারণ নেই।’
অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, ব্যারাকপুরে একটি হনুমান মন্দির নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার সময় 30 জন মত গুন্ডা রাজ চক্রবর্তীর উপরের রড এবং বাঁশ দিয়ে হামলা চালায়। সেখানে উপস্থিত তৃণমূলের বাকি সদস্যদের উপর হামলা চালানো হয়। তৃণমূল অভিযোগ করেছে, এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।