চেষ্টা ও প্রতিভা থাকলে মানুষ তার জীবনে সার্বিক উন্নতি লাভ করতে পারে । তার জলজ্যান্ত নিদর্শন হল রানু মন্ডল। কিছুদিন আগে তিনি একজন ভবঘুরে ছিলেন। তার খাওয়া-দাওয়ার ঠিকমতো ব্যাবস্থা ছিলনা। কিছুদিন আগে রানু মণ্ডলের গান ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যার ফলে তার জীবনে এসেছে আমূল পরিবর্তন। সুদূর মুম্বাই থেকে এসেছে তার ডাক। এবার কলকাতার এক পুজো কমিটির থিম সং গাইলেন রানু মণ্ডল। এছাড়া এবার তিনি প্লে-ব্যাক করলেন সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে। স্টুডিয়োতে রানু গেয়েছেন ‘তেরি মেরি কাহানি’। কিন্তু আপনারা কি জানেন এই গান গাওয়ার জন্য রানুকে কত টাকা দিয়েছে হিমেশ রেশামিয়া। সূত্রের খবর এই গানের জন্য ৬-৭ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে দিয়েছে হিমেশ রেশামিয়া।
Related Articles
মুক্তি পেল OTT সিরিজের সেরা বোল্ড ওয়েব সিরিজ, একা দেখলে পাবেন মজা (Updated Web Series)
January 17, 2025
Hot Dance Video: যুবতীর সাহসী নাচে তরুণদের রাতের ঘুম উড়েছে, নিরিবিলিতে উপভোগ করুন ভিডিওটি
January 17, 2025