ক্যারিয়ারের মধ্যগগণে ইন্দ্রপতন বোধহয় একেই বলে। গতকাল দুপুরের খবরটি একটি দুঃস্বপ্নের মতো বারবার ধরা দিচ্ছে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ওয়ালে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু কেন এই মৃত্যু সেই নিয়ে ক্রমশ ঘনিয়ে আসছে রহস্য। অগণিত তরুণীদের ক্রাশ তার অসংখ্য অনুরাগীদের কাদিয়ে চোখের জলে বিদায় নিলেন হিন্দি সিনেমার এমএস ধোনি।
অভিনেতার ক্যারিয়ারও চলছিল রমরমিয়ে, একটি ছবির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকতেন সুশান্ত এবং বিজ্ঞাপনের জন্য নিতেন ১ কোটি টাকা৷ অভিনেতার মোট সম্পত্তি ৮০ লক্ষ ডলার অর্থাৎ ৬০ কোটি টাকার কিছু বেশি ৷ সুশান্তের এমএস ধোনি প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছিল ৷ সিনেমা, বিজ্ঞাপন ও ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
বলিপাড়ার অন্যান্য সেলেবদের মতোই মু্ম্বইয়ের বিত্তশালী এলাকা বান্দ্রায় বিলাসবহবল বাড়িতে থাকতেন সুশান্ত যার মাসিক ভাড়া ছিল পাঁচ লাখের কিছু বেশি ৷ এর পাশাপাশি বিলাসবহুল গাড়ি ও দামি বাইকেরও শক ছিল তার ৷ এর মধ্যে Maserati Quattroporte, Land Rover Range Rover SUV, BMW 1300-সহ একাধিক গাড়ি সামিল রয়েছে ৷ আয়ের দিক থেকে সুশান্তের একাধিক ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করছিল ৷ এর জেরে তার পারিশ্রমিকও বেড়েই চলছিল ৷ বলিউডে আসার আগে বেশ কয়েকটি টিভি শোতেও কাজ করেছিলেন তিনি ৷
বিহারের পাটনায় ২১ জানুয়ারি ১৯৮৬ সালে জন্ম সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রেখেছিলেন ২০১৩ সালে ৷ ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল দিয়ে পরিচিতির শুরু এরপর প্রথম ছবি ‘কাই পো চে’ থেকেই অভিনয় দক্ষতার জেরে সবার মন জয় করে নিয়েছিলেন ৷ কিন্তু ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসকের দাবি এটি একটি আত্মহত্যার ঘটনা এবং অভিনেতার পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যা নয় বরং এটি পরিকল্পিত খুন। তদন্তের পরই সমস্ত ঘটনাটি প্রকাশ্যে আসবে আশ্বাস দিলেন মুম্বাই পুলিশ।