আপনিও কি ট্রেনে ভ্রমণ করেন? তাহলে আপনার জন্য রইল এক জরুরি খবর। আপনি ট্রেনে ভ্রমণ করেন এবং কোথাও যাওয়ার জন্য টিকিট বুক করে থাকেন নিশ্চয়ই। অনেকেই আছেন যারা কনফার্মড টিকিট না পেলে ওয়েটিং টিকিট আবার বুক করেন। আপনি এই ওয়েটিং টিকিটটি এই আশায় করেন যে এটি নিশ্চিত হবে। তবে কখনও কখনও আপনার বুকিং করা টিকিটও বাতিল হয়ে যায়। যার কারণে আপনি আপনার যাত্রাপথে ভ্রমণ করতে পারেন না। একই সঙ্গে লোকসানও গুনতে হয়। আসুন জেনে নেওয়া যাক ওয়েটিং টিকিট বাতিল হওয়ার পর কী হয়। আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনি আপনার ভ্রমণে সেই টিকিটটি ব্যবহার করতে পারবেন কিনা?
ট্রেনে ভ্রমণের জন্য অনেক সময় আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুক করেন অনেকে। কখনও কনফার্ম টিকিট পান, কখনও ওয়েটিং পান, যা বুক করেন। অনলাইনে বুক করা টিকিটকে ই-টিকিট বলা হয়। ওয়েটিং টিকিট চার্ট তৈরি হওয়ার পর কনফার্ম না হলে তা ইনভ্যালিড হয়ে যায়। যদি সহজ ভাষায় বলা যায়, তাহলে আপনার ই-টিকিট যদি ওয়েটিং হিসেবে থাকে তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন না। তবে মাঝে মাঝে RAC হয়, তবে যার সম্ভাবনা খুবই কম।
আইআরসিটিসির ওয়েবসাইট অনুযায়ী, ওয়েটিং টিকিট বাতিলের তিন থেকে চার দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়। তবে এর পরিবর্তে রেলওয়ে বুকিং ফি নেয়। একই সঙ্গে তৎকালে ওয়েটিং টিকিট নিয়েও রয়েছে ভিন্ন নিয়ম। রেলওয়ের পক্ষ থেকে ওয়েটিং টিকিট কনফার্ম না হলে ওয়েটিং টিকিট বাতিল হয়ে যায়। টিকিট বাতিল হলে টাকা ফেরত দেওয়া হয়। স্লিপার ক্লাসের ওয়েটিং টিকিট কনফার্ম না হলে ৬০ টাকা বুকিং ফি নেয় রেল। একই সঙ্গে এসি ক্লাসের ওয়েটিং টিকিট ক্যানসেল করার জন্য ৬৫ টাকা চার্জ নেওয়া হয়।