ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সতর্কবার্তা দিল UIDAI, ভুল করেও এই কাজটা করবেন না আপনার আধার কার্ড দিয়ে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে এই নতুন পরামর্শ দেওয়া হয়েছে

Advertisement

Advertisement

আজকের দিনে আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত অপরিহার্য একটি নথি হয়ে উঠেছে। এটা শুধুমাত্র নাগরিক পরিচয় হিসেবে নয় বরং বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবার সঙ্গে যুক্ত থাকে। আধার কার্ডের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি সব কাজ করা সম্ভব। এমনকি হাসপাতালে রোগী ভর্তি করানোর ক্ষেত্রেও কিন্তু এই কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা যদি সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান তাহলেও কিন্তু আপনাকে এই কার্ড ব্যবহার করতে হবে। ফলে এই গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে আজকের দিনে। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটা নতুন সতর্কবার্তা জারি করেছে যাতে তারা নিজেদের নিরাপত্তা সহজে বজায় রাখতে পারবেন। ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার জন্য এই কাজটা আপনাকে করতেই হবে। চলুন তাহলে বিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisement

UIDAI-এর সতর্কতা

UIDAI ভারতের সাধারণ মানুষকে সতর্কতা দিয়ে জানিয়েছে, যদি আপনি আধার কার্ড ব্যবহার করতে চান তাহলে সব সময় আপনাকে আগে এই কার্ড যাচাই করে নিতে হবে। আধার কার্ডে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আপনি নিজের আধার কার্ড সুরক্ষিত রাখতে পারবেন এবং নিজের আধার কার্ড যাচাই করতে পারবেন। আপনি একটি বিশেষ কিউআর কোড স্ক্যান করে আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারেন। এই কিউ আর কোডের মাধ্যমে এম আধার অ্যাপ্লিকেশন বা আধার কিউআর স্ক্যানার অ্যাপ দিয়ে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। তবে অন্য কোন অ্যাপ্লিকেশনে কিন্তু এই কোড কাজ করবে না। কোনভাবে যদি আধার কার্ডের কিউআর কোড টেম্পার করা হয়ে থাকে, তাহলে সেটা সিস্টেমে সঠিকভাবে কাজ করবে না। তখনই আপনি বুঝতে পেরে যাবেন আপনার আধার কার্ড বৈধ রয়েছে নাকি না।

Advertisement

বিনামূল্যে আধার আপডেটের সুযোগ

UIDAI ঘোষণা করেছে যে আগামীকাল, অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আধার কার্ডে বাধ্যতামূলক আপডেট বিনামূল্যে করা যাবে। ১৫ই সেপ্টেম্বর থেকে, কোনও পরিবর্তন বা আপডেটের জন্য নির্দিষ্ট ফি প্রযোজ্য হবে। এর আগে এই বিনামূল্যে আপডেটের সময়সীমা ১৪ই জুন ২০২৪ পর্যন্ত ছিল, যা সম্প্রসারিত করে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। বিশেষ করে যেসব নাগরিক গত ১০ বছরে একবারও তাদের আধার ডেটা আপডেট করেননি, তাদের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা এখনও তাদের আধার কার্ড আপডেট করেননি, তারা দ্রুত UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি সম্পন্ন করতে পারেন।

Advertisement

গুরুত্বপূর্ণ সুরক্ষামূলক পরামর্শ

UIDAI আরও পরামর্শ দিয়েছে যে, আধার কার্ডধারীদের উচিত তাদের বায়োমেট্রিক ডেটা লক রাখা, যাতে এর অপব্যবহার না হয়। কোনও অনলাইন বা অফলাইন সেবা গ্রহণের সময় পুরো আধার নম্বর শেয়ার না করে মাস্ক করা আধার নম্বর ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। এতে করে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অপব্যবহারের ঝুঁকি কমবে।

Recent Posts