EPFO 3.0: ATM কার্ডের মতই হবে এবারে আপনার EPFO Withdrawl Card, জানুন এই কার্ডের সমস্ত বিশেষত্ব
এই কার্ডের ব্যবহার করে আপনারা খুব সহজে ATM থেকেই আপনার PF এর টাকা তুলতে পারবেন
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) বড় পরিবর্তন হতে চলেছে। নতুন বছরে EPFO ৩.০-এর প্রস্তুতি চলছে জোরকদমে। সূত্রের খবর, EPFO 3.0-এ কর্মীরা এটিএম থেকে পিএফ তোলার সুবিধা পেতে পারেন। এর জন্য, EPFO তার আইটি সিস্টেমকে শক্তিশালী করছে। আশা করা হচ্ছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীরা আগামী বছরের জুন ২০২৫ এর মধ্যে এই কার্ডটি পেয়ে যাবেন। এই কার্ড থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারী ব্যক্তিরা সরাসরি এটিএম থেকে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কার্ডের ব্যাপারে সবকিছু।
আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আপনারা এটিএম থেকে এই কার্ড এর ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন, তাই এই কার্ড দেখতে একেবারে এটিএম কার্ড এর মতই হবে। EPFO এই কার্ডের নাম দিতে চলেছে EPFO Withdrawl Card। একেবারে ডেবিট কার্ডের মত আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন এবং এটিএম থেকে সরাসরি আপনি টাকা তুলতে পারবেন। এখনো পর্যন্ত কত টাকা পর্যন্ত তোলা যাবে সেটা না জানা গেলেও, শোনা যাচ্ছে এখানে নাকি আপনারা আপনার PF এর টাকার সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। তবে অবশ্যই একটা টাকা তোলার লিমিট থাকবে যেরকম এটিএম কার্ডের ক্ষেত্রে থাকে।
যেকোনো কর্মচারী কোন বিপদজনক অবস্থায় এই টাকা ব্যবহার করতে পারবেন। আগামী বছর জুন ২০২৫ এর মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে খবর। কেন্দ্র সরকার এই PF এর প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যেই এইসব পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মচারী জরুরি প্রয়োজনে এই টাকা তুলতে পারবেন এবং পাশাপাশি, রিটায়ারমেন্ট হওয়ার সময় এই টাকা ব্যবহার করতে পারবেন। ফলে বলতে গেলে EPFO 3.0 ভারতের প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য একটা দারুন আপডেট হিসেবে গণ্য হবে।