Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা না ভাইরাল জ্বর বুঝবেন কেমন করে? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

Updated :  Thursday, September 24, 2020 6:12 PM

করোনা এবং সাধারণ জ্বর দুটোর ক্ষেত্রেই উপসর্গ স্বল্প বিস্তর একই, হাত-পা যন্ত্রণা, গলা ব্যথা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি এবং মাথাব্যথা ইত্যাদি দেখা যায়। তা হলে এক্ষেত্রে বোঝার উপায় কি? আসুন জেনে নেওয়া যাক।  যাঁরা কোভিড পজিটিভ, তাঁরা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে সব চেয়ে অসুস্থ বোধ করেন এবং তাঁরা আরও দীর্ঘ সময়ের জন্য অসুস্থ থাকতে পারেন। কিন্তু যারা জ্বরে আক্রান্ত সাধারণত অসুখের প্রথম সপ্তাহেই সব চেয়ে অসুস্থ বোধ করেন। অন্যদিকে করোনা হলে খাবারে স্বাদ বা গন্ধ পাওয়া যায় না কিন্তু সাধারণ জ্বরে এমনটাও হয় মাঝে মাঝে।

ব্রিস্টাম ও উইমেনস হসপিটাল এবং বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার ড্যানিয়েল সলোমন বলেছেন, “একই সঙ্গে উভয় ভাইরাসে আক্রান্ত হওয়াও সম্ভব। একই সঙ্গে দুটো ভাইরাসেরই পরীক্ষা করা দরকার কি না, সেটা নির্ভর করবে কী পরীক্ষা হবে এবং আপনি কোথায় থাকেন তার উপর।

জ্বর সংক্রমণের ইনকিউবেশন পিরিয়ড সংক্ষিপ্ত। করোনার তুলনায় জ্বর হলে অসুস্থ বোধ করতে এক থেকে চার দিন সময় লাগতে পারে, অন্য দিকে করোনা হলে দুই থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে”। প্রসঙ্গত, বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন।

প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন। অন্যদিকে সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত।