গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান জনপ্রিয়তা পেয়েছে ভুবন জুড়ে। তারকা থেকে খেলোয়াড়, সাধারণ থেকে নেটিজেন সকলেই রীতিমতো মেতে উঠেছেন এই ‘কাঁচা বাদাম’ গানের সাথে। তবে এই জনপ্রিয়তায় ক্ষণিকের জন্য হলেও কিছুটা অহংকার বোধ জেগে উঠেছিল বাদামবাবুর মধ্যে। আর তাতেই তিনি বলেছিলেন, তিনি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছেন। তিনি আর বাদাম বিক্রি করবেন না। সম্প্রতি নিজের সেই কথার জন্যই ক্ষমা চাইলেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, তার তারকাদের জীবন সম্পর্কে কোনো ধারণা নেই। তাই তিনি ভুল করে এই ধরনের মন্তব্য করে বসেছেন। তার জন্য সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে নিয়েছেন সকলের কাছে। এমনকি তিনি এও বলেছেন, ভবিষ্যতে প্রয়োজনে তিনি আবারও বাদাম বিক্রি করবেন। তবে বর্তমানে তিনি গানের প্রতিই মনোনিবেশ করতে চান।
কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে সকলের প্রিয় বাদামকাকু নিজের ছেলের জন্য সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শিখতে গিয়েই এক বাড়ির পাচিলে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালেও। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সুস্থ হয়েই নিজের গাড়ি চালানো শেখা নিয়ে গান বেঁধে ফেলেছেন।
এছাড়াও শোনা গিয়েছে, একটি সঙ্গীত সংস্থার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও রাজনৈতিক জামায়াতে তার ডাক পড়ছে মাঝে মাঝেই। কয়েকমাস আগে কলকাতার এক পাঁচতারা হোটেলে পারফর্ম করেছেন ভুবনবাবু। সেখানে তিনিই ছিলেন মধ্যমণি।
আর সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, তার গান দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রায় সকলেই তার গানের তালে মেতে উঠেছেন। এটি তার ভীষণ ভালো লাগছে। বর্তমানে ধীরে ধীরে শিল্পী তকমা পেতে শুরু করেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। বম্বে থেকেও নাকি ডাক এসেছে তার। এ ছাড়াও একাধিক জায়গা থেকে ডাক পরছে ভুবনবাবুর। তবে এই জনপ্রিয়তা কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার।