দেশনিউজ

সুখবর! বিশাল পদক্ষেপ রেল মন্ত্রকের, কমছে ভাড়া!

Advertisement

এখন যোগাযোগের সবথেকে সহজ মাধ্যম হল রেল ব্যাবস্থা। প্রতিদিন লক্ষলক্ষ মানুষ যাতায়াত করে রেল মাধ্যমে। কিন্তু এক্সপ্রেস ট্রেন গুলির ভাড়া অতিরিক্ত হওয়ার জন্য, অধিকাংশ সময় আসন ফাঁকা অবস্থাতেই চালানো হচ্ছে অনেক এক্সপ্রেস ট্রেন। লোকসানের হাত থেকে বাঁচতে নয়া পদক্ষেপ নিচ্ছে রেল দফতর। শতাব্দী, তেজস, ইন্টারসিটি আর দ্বিতলবিশিস্ট ট্রেনগুলোর ভাড়া ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ভাবছে রেল মন্ত্রক। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতিটি জোনের প্রিন্সিপাল কমার্শিয়াল ম্যানেজার কোন কোন ট্রেনের ভাড়া কমানো হবে তা নির্ধারণ করবে। সব জোনকে জানাতে হবে যে, ভাড়া কমানোর পর ওই ট্রেনগুলোতে যাত্রিসংখ্যা কতটা বাড়ছে।

Related Articles

Back to top button