করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১০৩ বছরের বৃদ্ধা, আনন্দে হাতে তুলে নিয়েছেন বিয়ারের বোতল
শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব করোনার আতঙ্কে সন্ত্রস্ত হয়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তার মধ্যেই একটি অসাধারণ খবর। ১০৩ বছরের এক বৃদ্ধা শুধুমাত্র করোনা থেকে সুস্থ হয়েছেন তাই নয়, বিছানায় শুয়ে শুয়ে রীতিমতো বিয়ার খাচ্ছেন। ম্যাসাচুসেটসের জেনি স্টেনা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে তার সঙ্গে আরো ৩৩ জন করোনা রোগী ছিলেন। সর্বপ্রথম তিনি সুস্থ হয়ে ওঠেন। এত বয়স্ক অবস্থাতেও তিনি যে সুস্থ হয়ে উঠেছে তার জন্য গোটা নার্সিংহোম আনন্দে মাতোয়ারা।
দুঃখের মধ্যেও একটু আশার আলো দেখতে পেয়েছেন গোটা নার্সিংহোমের কর্মীবৃন্দ। তাই তারা এই সময়টিকে উদযাপন করার জন্য জেনির পছন্দের খাবার বিয়ার নিয়ে আসেন। সাদা সাদা চুলে, বিছানায় শুয়ে শুয়ে, ফোকলা দাঁতে তিনি দিব্বি বিয়ারের বোতলের চুমুক দিয়েছেন। নতুন করে বেঁচে ওঠার আনন্দে শুধু তিনি নয় গোটা বিশ্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনন্দে আটখানা হয়ে পড়েছেন। শুধু তাই নয়, কিভাবে বেঁচে থাকতে হয়, তার খানিকটা শক্তিও বোধ হয়, এই বৃদ্ধ মানুষটাকে দেখেই এখন গোটা পৃথিবীর মানুষ শিখতে চাইছেন।
করোনার এই আবহে যখন চারিদিকে শুধু মাত্র মৃত্যুর খবর, দুঃখের খবর সেই মুহূর্তে এই অশীতিপর বৃদ্ধার এমন সুস্থ হয়ে ওঠার কাহিনী মানুষকে অনেকটা শক্তি দেবে , মানসিক জোর দেবে। গোটা বিশ্বের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। সে রকম পরিস্থিতিতে এই খবরটি আশার আলো।