হাইড্রোজেন চালিত গাড়িই আমাদের অদূর ভবিষ্যৎ। এই কথা মাথায় রেখে Hyperion নামক ক্যালিফোর্নিয়ার এক কোম্পানি হাইড্রোজেন চালিত সুপারকার আনতে চলেছে। Hyperion XP-1 নামক গাড়িটির জ্বালানি ট্যাঙ্কের মধ্যে উচ্চচাপে সঞ্চিত হাইড্রোজেন গ্যাস। গাড়িটি এক ট্যাঙ্ক হাইড্রোজেন গ্যাস জ্বালানিতে প্রায় ১৬১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। কোম্পানি দাবি করেছে, গাড়িটি মাত্র ২ সেকেন্ডের মধ্যে ০-৬০mph স্পিড আনতে পারবে। গাড়ির মধ্যে কোন ভারী ব্যাটারি ব্যবহার করা হয়নি। তার বদলে গাড়িতে হালকা ফুয়েল সেল ব্যবহার করা হয়েছে, যা উচ্চচাপে সঞ্চিত হাইড্রোজেন গ্যাস দ্বারা চার্জ হবে।
সাধারণত বর্তমানের হাইড্রোজেন চালিত গাড়িগুলিতে হাইড্রোজেন গ্যাস পুড়িয়ে পর্যাপ্ত শক্তি পাওয়া যায়। কিন্তু Hyperion XP-1 গাড়িটিতে সিস্টেম সম্পূর্ণ আলাদা। এতে ট্যাঙ্কের মধ্যে উচ্চচাপে হাইড্রোজেন গ্যাস রাখা থাকে। সেই গ্যাসটি বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তিতে গাড়ির ফুয়েল সেলগুলি চার্জ হয়। বিক্রিয়ার উপজাত হিসেবে জল উৎপন্ন হয়। এর ফলে গাড়িটি ধোঁয়ার বদলে জল নির্গত করে। সুতরাং গাড়িটি পরিবেশবান্ধব সেটি বলাই বাহুল্য।
আপনি শুনলে অবাক হবেন, Hyperion XP-1 গাড়িটি এক ট্যাঙ্ক হাইড্রোজেন গ্যাস জ্বালানিতে প্রায় ১০০০ মাইল বা ১৬১০ কিলোমিটার পথ যেতে পারে। Hyperion কোম্পানির সিইও অ্যাঞ্জেলো কাফান্টারিস বলেছেন, গাড়িটির হাইড্রোজেন চার্জ ফুয়েল সেল সাধারণ ব্যাটারি তুলনায় অনেক বেশি শক্তি সরবরাহ করতে পারে। এছাড়াও পিরিয়ডিক টেবিল অনুযায়ী হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা হওয়ায় গাড়ির ওজনও কম। ফলে গাড়িটি অনেক বেশি মাইলেজ দেয়।
Hyperion কোম্পানির মূল লক্ষ্য বাজারে হাইড্রোজেন চালিত গাড়ি খুব শীঘ্রই আনার। তাই কোম্পানিটি বিভিন্ন হাইড্রোজেন চালিত গাড়ির প্রোটোটাইপ এর ওপর কাজ করছে। কোম্পানির সিইও কাফান্টারিস Hyperion XP-1 গাড়িটির দাম সম্বন্ধে কোন সঠিক তথ্য দেননি, কিন্তু আশা করা যায় গাড়িটির দাম মিলিয়ন ছাড়াবে। Hyperion XP-1 গাড়িটির ৩০০ টি মডেল খুব শীঘ্রই কোম্পানি সাধারণ কাস্টমারদের জন্য বানাবে বলে জানা গেছে।
Content Source : TechPingo