করোনা যুদ্ধে এক মাসের মতো মজুত রয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন, জানাল স্বাস্থ্য মন্ত্রক
করোনা মোকাবিলায় সারা বিশ্বের মানুষ হন্যে হয়ে খুঁজে চলেছেন হাইড্রক্সিক্লোরোকুইন। যার অন্যতম উৎপাদনকারী দেশ হল ভারত। প্রথম দেশগুলো থেকে তাই বারবার ফোন আসছে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চেয়ে পাঠিয়েছেন হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় তা পাঠাতে না পারলে ভারতের প্রতি হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এরপর তড়িঘড়ি জরুরি ভিত্তিতে তুলে নেওয়া হয় রপ্তানি বিষয়ে নিষেধাজ্ঞা। আমেরিকা পাঠানো হয় হাইড্রক্সিক্লোরোকুইন।
এই ঘটনার পরই তোলপাড় শুরু হয় ভারতীয় রাজনীতিতে। আমেরিকার হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব খুইয়ে রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় মোদী সরকার, এমনই অভিযোগ আনা হয়েছে বিরোধীদের তরফে। বিজেপির তরফে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বারবার দাবি করা হয়েছে, দেশের প্রয়োজনীয় ওষুধের চাহিদা মিটিয়েই বিদেশি রপ্তানি করা হবে এই জীবনদায়ী ওষুধ। বিজেপির সেই দাবিকেই এবার মান্যতা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল সাংবাদিকদের জানান, ‘আগামী একমাস দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় হাইড্রক্সিক্লোরোকুইন মজুত রয়েছে সরকারের কাছে। দেশে এই মুহূর্তে ৩ গুন ম্যালেরিয়ার ওষুধ মজুত রয়েছে। যা দিয়ে আগামী একমাস অনায়াসে চালানো যাবে।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘দেশের চাহিদা পূরণ করেই এই ওষুধ বিদেশে পাঠানো হচ্ছে।’ ইতিমধ্যে আমেরিকা ও ব্রাজিলকে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ এই ওষুধ রপ্তানি করেছে ভারত সরকার।