Hyndai আনতে চলেছে এই নতুন এসইউভি গাড়ি, একবার চার্জ দিলে চলবে ৫০০ কিলোমিটার

Hyundai কোম্পানির এই নতুন গাড়িটি হতে চলেছে তাদের একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ির ইলেকট্রিক ভার্সন

Advertisement

Advertisement

ভারতে যে কয়টি গাড়ি কোম্পানি রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় গাড়ির কোম্পানি গুলির মধ্যে একটি হলো hyundai। এই কোম্পানির প্রতিটি গাড়ি ভারতের বাজারে বেশ জনপ্রিয়। তবে তার মধ্যেও সব থেকে বেশি জনপ্রিয় যে গাড়িটি সেটা হল হুন্ডাই ক্রেটা। শীঘ্রই বাজারে hyundai কোম্পানিটি একটি নতুন এসইউভি গাড়ি লঞ্চ করতে চলেছে। ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে এই নতুন গাড়িটি লঞ্চ হবে এবং এটা ভারতের বাজারের অন্যতম একটা গাড়ি হয়ে উঠতে পারে বলে ধারণা অটোমোবাইল বিশেষজ্ঞদের। হুন্ডাই এখন সব থেকে জনপ্রিয় তার ক্রেটা গাড়িটির জন্যই। মনে করা হচ্ছে, যে নতুন গাড়িটি ভারতের বাজারে খুব শীঘ্রই আসছে, সেটা হতে চলেছে হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক। এই গাড়ি সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। খুব শীঘ্রই ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ হবে। আপাতত হুন্ডাই তাদের Alacazar গাড়িটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Alacazar লঞ্চ হয়ে যাবার পরেই ক্রেটা ইলেকট্রিক নিয়ে ভাবনা-চিন্তা শুরু করবে Hyundai।

Advertisement

লঞ্চের তারিখ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই নতুন গাড়িটি আগামী বছর ভারতে লঞ্চ করতে পারে হুন্ডাই। তবে এখনো পর্যন্ত, এই গাড়িটি লঞ্চের ব্যাপারে সঠিক কোন ঘোষণা করেনি হুন্ডাই। তবে সূত্র থেকে প্রাপ্য তথ্য অনুসারে, আগামী বছর জানুয়ারি মাসে এই গাড়িটি লঞ্চ হতে পারে ভারতীয় মোবিলিটি মার্কেটে। এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন ২ লেভেল ADAS সিস্টেম, ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন সিস্টেম, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট, ৮ স্পিকার সাউন্ড সিস্টেম, ড্যাশক্যাম, ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস চার্জিং প্যাড, টাইপ সি চার্জিং পোর্ট, বায়ু চলাচলের আসন, ৬টি এয়ার ব্যাগ, EBD সহ আরো বেশ কিছু বৈশিষ্ট্য।

Advertisement

অন্যান্য ফিচার ও রেঞ্জ

এই নতুন গাড়িতে আপনারা ৪৩৩ লিটার বুট স্পেস পেয়ে যাবেন। এই গাড়িতে আপনারা ১৭ ইঞ্চি টায়ার ব্যবহার করতে পারেন। ফলে এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেশি। এই গাড়িটি যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলবে এই গাড়ি। এই গাড়ির বৈদ্যুতিক মোটর আপনাকে ১৩৮ HP শক্তি এবং ২৫৫ NM টর্ক দেবে। রেঞ্জ অনুযায়ী, এটা একটা ভালো বিকল্প হতে পারে। যদি আমরা এই গাড়ির দামের ব্যাপারে কথা বলি তাহলে, এই গাড়িটির দাম মোটামুটি ১৯ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।

Advertisement

Recent Posts