অরূপ মাহাত: লোকসভা ভোটের পর থেকেই দলবদল নিয়ে বেশ চিন্তায় তৃণমূল নেতৃত্ব। একের পর হেভিওয়েট নেতা মন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে শুরু করেন। তবে পরবর্তীকালে বেশ কয়েকজন নেতা কর্মী পুনরায় দলে ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শাসক শিবিরে।
এরপরও অবশ্য নিশ্চিন্ত থাকতে পারছেন না ঘাসফুল শিবিরের নেতারা। এই সময় কালে সবচেয়ে বেশি ধন্দে ফেলেছে যে নাম, তা হল রায়দিঘির তারকা বিধায়ক দেবশ্রী রায়। এর আগে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার দিনই দিল্লির বিজেপি কার্যালয়ে উপস্থিত হন দেবশ্রী। তবে এর মাঝে বারবার বিজেপিতে যোগ দেওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত তা আটকে গেছে বিভিন্ন জটিলতায়।
এবার নীরবতা ভেঙে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক। বিধানসভায় উপস্থিত হয়ে এদিন দেবশ্রী জানান, ‘কিছু ভুল বোঝাবুঝি ছিল। অনেকেই ভুল বুঝেছিলেন। সেসব মিটে গেছে। আমি তৃণমূলেই আছি।’ শুধু তাই নয়, এতদিন দিদিকে বলো কর্মসূচিতে যোগ না দিলেও এবার থেকে নিয়মিত নিজের নির্বাচনী ক্ষেত্রে উপস্থিত থেকে ‘দিদিকে বলো’য় অংশ নেবেন বলে জানালেন তৃণমূলের তারকা বিধায়ক।