টলিউডবিনোদন

“কান্না চেপে রাখতে পারছি না”, আমফানে বাংলার ক্ষয়ক্ষতি নিয়ে খোলা চিঠি শুভশ্রীর

Advertisement

কৌশিক পোল্ল্যে: ঘূর্ণিঝড় ‘আমফান’এর দাপটে বাংলার ক্ষয়ক্ষতির পরিমান অপূরনীয়। হাজার হাজার মানুষ অর্থাভাবে দিশেহারা, ভেঙে গিয়েছে মাথার ছাদ। পেটের দায়ে ছোট শিশুকেও এক বুক জলে দাঁড়াতে হচ্ছে খাবার লাইনে। এই দুর্বিসহ পরিস্থিতিতে নিজের গর্ভস্থ সন্তানের উদ্দেশ্যে খানিক আক্ষেপের সুরেই এক খোলা চিঠি লিখলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

আগত সন্তানের প্রতি উদ্দেশ্য করে তিনি জানান, প্রেগনেন্ট হলে হাসি খুশি থাকতে হয়, ভরা পেটে থাকতে হয়। কিন্তু বর্তমানের কঠিন পরিস্থিতিতে যেখানে বাংলার বহু মানুষ আজ বিপন্ন, তারা ঠিকমতো খেতেই পারছেন না, তাদের কথা ভেবে শুধুমাত্র সম্তানের মুখ চেয়ে ভরপেটে থাকার কথা ভাবতেই পারছেন না অভিনেত্রী।

যে সবুজ অরন্য তিনি ভালোবাসতেন তা আজ লন্ডভন্ড হয়ে গিয়েছে। উপড়ে গিয়েছে কত শতাব্দী প্রাচীন বনস্পতি বৃক্ষ। কত মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গেল। বাংলার অরন্যের আজ ধ্বংসপ্রায় অবস্থা, সাধের ম্যানগ্রোভ আজ তৃনভূমি সমান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গর্ভস্থ সন্তানকে সবুজ ঘাসে ভরা ময়দান কিংবা কলকাতার সবুজায়ন না দেখাতে পারার আক্ষেপ মনে পুষে রাখলেন শুভশ্রী।

সর্বোপরি সাধারন মানুষ, বিশেষ করে উপকূলবর্তী এলাকার বেশিরভাগ মানুষই গৃহহীন, যেহেতু ঘূর্ণিঝড়ের দাপটে ধূলিসাৎ হয়ে গিয়েছে তাদের ঘরবাড়ি, সর্বস্ব। এমত অবস্থায় নিজের কান্না চেপে রাখতে পারছেন না তিনি, সন্তানের মুখ চেয়ে কীভাবে নিজেকে খুশি রাখবেন, সে উত্তর তার জানা নেই। সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের প্রতি নিজের লেখা এই অনুভূতিটুকু ভিডিও করে পোস্ট করলেন শুভশ্রী। তিনি যা যা বললেন বর্তমান পরিস্থিতিতে সবটাই প্রাসঙ্গিক এবং রীতিমতো ভাববার বিষয় বটে।

Related Articles

Back to top button