‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরলেন তার ছোটবেলা। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বললেন তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই ছিল না। ছোটবেলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় এনসিসি করতাম। আজও নিজেকে এনসিসির ক্যাডেট মনে করি। কিন্তু এনসিসি ছেড়ে কোনোদিন জাতীয় রাজনীতিতে আসবো একথা ভাবিনি।’ এনসিসির প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সকলের মনে রাখা উচিত, এনসিসি হলো পৃথিবীর সবচেয়ে বড় যুব সংগঠন।’
এছাড়াও এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অযোধ্যা মামলার রায় বেরোনোর পর সকলে যেভাবে শান্তি বজায় রেখেছে তাকে ধন্যবাদ দিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘অযোধ্যা মামলার রায় বেরোনোর পর দেশের মানুষ যেভাবে তাদের পরিণত মনস্কতা দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ভারত যে একটি শান্তি প্রিয় দেশ তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতের মানুষ।’
গত ৯ই নভেম্বর দীর্ঘদিন পর অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রীম কোর্ট। বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দেওয়া হয়েছে মন্দির তৈরি করার জন্য। সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিতর্কিত এই নির্দেশের পর দেশের মানুষ যেভাবে শান্তি বজায় রেখেছে তা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি উত্তরপূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের কথাও আজ উল্লেখ করেন। দেশের সেনাবাহিনীর কথাও উঠে এসেছে আজ তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে।