নিউজপলিটিক্সরাজ্য

নন্দীগ্রামকে আমি মডেল শহর তৈরি করব, ভোটের আগে প্রতিশ্রুতি মমতার

এছাড়াও একটি ব্রিজ তৈরি করে নন্দীগ্রাম এবং হলদিয়া কে জুড়ে দেওয়ার কোথায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই জল্পনা উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আসনে সরাসরি তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তেখালীর জনসভা থেকে কিছুটা এমন ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে, সেই ইঙ্গিত এর বাস্তব রূপান্তর করে আগামীকাল মনোনয়নপত্র পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তার আগে নন্দীগ্রাম থেকে তিনি একটি জনসভা করলেন। সেখানে তাকে একেবারে তার পুরনো স্টাইলে দেখতে পাওয়া গেল। তিনি ছন্দ বেঁধে বললেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম।” এছাড়াও তিনি একের পর এক আক্রমণে বিদ্ধ করতে শুরু করলেন বিরোধী দল বিজেপি কে। এছাড়াও তিনি এই দিন জনসভা থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নন্দীগ্রাম আসনের জন্য।

এইদিন জনসভায় মমতা ব্যানার্জি ঘোষণা করলেন, “আমি আগামী দিনে নন্দীগ্রাম কে মডেল নন্দীগ্রাম তৈরি করতে চাই। আমি চাই যাতে নন্দীগ্রামে কেউ বেকার না থাকুক। আমি চাই যাতে নন্দীগ্রামে কেউ শিক্ষায় পিছিয়ে না থাকুক। শহীদদের স্মরণ করে আমি ঘোষণা করছি আমরা আগামী কিছুদিনের মধ্যে নন্দীগ্রামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করব। এই কথা আমি ম্যানিফেস্টোতে লিখে দিয়েছি। এছাড়াও হলদিয়া এবং নন্দীগ্রাম কে আমি একটা ব্রিজ তৈরি করে একসাথে জুড়ে দেব। নন্দীগ্রাম হয়ে উঠবে একটি মডেল শহর।”

এছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “গ্রামের দিকে আমার একটা টান রয়েছে বরাবর। আমার মাথায় একটাই জিনিস ছিল, আমি হয় নন্দীগ্রামে প্রার্থী হব না হলে সিঙ্গুরে প্রার্থী হব। এই দুটোই হলে আন্দোলনের পীঠস্থান।”এছাড়াও তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন, “আপনারা যদি মনে করেন এই আসনে আমার দাঁড়ানো উচিত তাহলেই আমি আগামীকাল মনোনয়ন পেশ করব। নতুবা আমি মনোনয়ন পেশ করব না।” দর্শক আসন থেকে বিপুল সাড়া পাওয়ার পর জনগণের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, আপনারা আমাকে ভোট দেবেন তো? স্বভাবতই তৃণমূল নেত্রীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে উপস্থিত জনতা।

Related Articles

Back to top button