কলকাতানিউজ

‘আমি জনমত যাচাইয়ের কথা বলতে চেয়েছিলাম’ গণভোট নিয়ে ঢোঁক গিলে বেসুর মন্তব্য মমতার

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের কঠোর সমালোচনা করেছেন তিনি। দেশে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন নাগরিকত্ব আইন ও এনআরসি প্রত্যাহার করার আর্জিও রেখেছেন তিনি। প্রয়োজনে গণভোট নেওয়ার দাবিও তুলেছেন। এরপরই সংবিধানের অপমান করেছেন এই দাবিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। আসরে নামেন খোদ রাজ্যপালও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন।

আরও পড়ুন : ‘সমস্যা থাকলে সমাধান করুন, বিক্ষোভ নয়’, আবেদন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

এই পরিস্থিতিতে চাপের মুখে ক্রমশ কোনঠাসা মুখ্যমন্ত্রী গণভোটের দাবি থেকে পিছু হটলেন। শুক্রবার গণভোটের দাবি থেকে সরে এসে কার্যত ঢোক গিলে জানালেন, ‘গণভোট নয়, আমি জনমত যাচাইয়ের কথা বলতে চেয়েছিলাম।’ তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানালেন, সারা দেশ থেকে প্রতিবাদের যে ঝড় উঠেছে তাতে প্রধানমন্ত্রীর উচিত এই আইন বাতিল করা। গণভোট নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি।

Related Articles

Back to top button