আন্তর্জাতিকনিউজ

উত্তর মেরু অঞ্চলে বরফের পরিবর্তনের রহস্য নিয়ে সমুদ্রবিজ্ঞানীদের নতুন মত

Advertisement

ইতিমধ্যেই খবরের শিরোনামে এসেছে উত্তর মেরু অঞ্চল। কারন উত্তর মেরু অঞ্চলের বরফ উধাও হয়ে গেলেও সমুদ্রের গভীরে বরফের ভারসাম্য রয়েই যাচ্ছে। জানা গিয়েছে গত ৪০ বছরে বরফের প্রায় অর্ধেক কমে গিয়েছে এমনকি গ্রীষ্মের শেষে মরসুমের শুরুতে বরফ বেশ পাতলা ছিল৷

উত্তর মেরু অঞ্চলে বরফের পরিবর্তনের রহস্য নিয়ে সমুদ্রবিজ্ঞানী এবং সমুদ্রবরফ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান হাস জানান, “অক্টোবর মাসে বরফ মাত্র ৩০-৫০ সেন্টিমিটার পুরু ছিল৷ শীতকালে, এর পরের পাঁচ ছয় মাসের মধ্যে সেই স্তর বেড়ে প্রায় ২ মিটার ছুঁয়েছে৷ মোটকথা বরফের চাদর প্রায় চার গুণ বড় হয়েছে”।

জার্মানির আলফ্রেড ভেগেনার ইনস্টিটিউটের আইসল্যাবে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে ওই অভিযানে সংগৃহীত বরফের নমুনা আনা হয়৷ যেখানে ক্রিস্টিয়ান বলেন, “একমাত্র এমন পাতলা স্তর প্রস্তুত করলেই বরফের বিবর্তনের প্রক্রিয়া চোখে দেখা যায় ৷ শান্ত পরিবেশে ধীরে ধীরে উপর থেকে নীচে বরফ সৃষ্টি হয়েছে কি না সেটিও জানা যায়”।

 

 

Related Articles

Back to top button