সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এতদিন কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীর মতামত দাবি করলেন, একইসঙ্গে উত্তরও দিলেন তিনি।
প্রশ্ন তুললেন নাগরিকত্ব সংশোধন বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নিজে ভোটদান না করায়। মমতা এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘নাগরিকত্ব আইন যদি এতই ভালো তাহলে প্রধানমন্ত্রী নিজে এর সপক্ষে ভোট দিলেন না কেন?’
আরও পড়ুন : ‘ভুয়ো ভিডিও ছড়িয়ে বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে’ অভিযোগ মুখ্যমন্ত্রীর
একইসঙ্গে মমতা জানালেন প্রধানমন্ত্রীর নিজেরই সমর্থন নেই নাগরিকত্ব আইনের প্রতি। এ প্রসঙ্গে নিজের যুক্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই এই আইন বাতিল করার আবেদনও জানান তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, ‘সেদিন আপনি লোকসভায় উপস্থিত ছিলেন, অথচ নিজেই ভোট দিলেন না। আমি জানি আপনিও এই আইনকে সমর্থন করেন না।’ এরপরই প্রধানমন্ত্রীর কাছে এই আইন বাতিলের দাবি জানান তিনি।
West Bengal CM Mamata Banerjee in Kolkata: Agar CAB itna accha hai toh Pradhan Mantri ji aapne vote kyun nahi dala? Aap do din Parliament mein the, lekin jab aapne vote nahi dala toh mujhe yeh andaza hai ki aap bhi isse support nahi karte. Aap ise reject kar dijiye. pic.twitter.com/aBVNQBBiS9
— ANI (@ANI) December 20, 2019