করোনার প্রকোপ বাড়তেই লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের জন্য গোটা দেশ লক ডাউন ঘোষণা করেছেন। রাস্তাঘাট জনশূন্য, যান চলাচল পরিষেবা বন্ধ। এখনো পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। গোটা দেশের মতো বাংলাতেও চলছে লক ডাউন। কিন্তু সাধারণ মানুষের একাংশ লক ডাউন বিধির তোয়াক্কা না করেই বাইরে বেরোচ্ছেন। লক ডাউন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত চলছে।
এমন পরিস্থিতি দিনের পর দিন ঘটলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মত। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আধাসেনা মোতায়েন করার ব্যাপারে সুপারিশ করলেন। কেন্দ্র ও রাজ্যের করোনার বিরুদ্ধে এতো পরিশ্রম বিফলেই যাবে যদি সাধারণ মানুষ লক ডাউন বিধিকে গ্রাহ্য না করেন। ফলে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনে আধাসেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে।
লক ডাউন বিধি না মানলে করোনা সংক্রমণের তৃতীয় ধাপ অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ ঠেকানো যাবে না। তাই অমিত শাহ ফোনে মমতাকে নির্দেশ দিয়েছেন প্রয়োজন হলে বলবেন, আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সন্তোষজনক, তাও উল্লেখ করে কেন্দ্র। বুলবুলের ক্ষয়ক্ষতি সমেত রাজ্যের বকেয়া টাকা রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র সরকার।