ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : শসা এমন একটি ফল যেটি সকলের কাছেই প্রিয়। এই ফলটি খুব সহজলভ্য। শসা আমরা স্যালাড হিসাবে বেশি খাই।
শসাতে রয়েছে ৯৫% জল। এটি শরীরের আদ্রতা ধরে রাখে এবং শরীরকে শীতল রাখে। শসাতে ক্যালরি নেই বললেই চলে। শসাতে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই। ডায়েট করার জন্য এটি একটি উপযুক্ত ফল।
শসার কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিন:-
১) শসাতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শসা অত্যন্ত উপকারী।
২) কিডনির সমস্যায়, লিভারের সমস্যায় ও ব্লাডারের সমস্যায় শসা অত্যন্ত কার্যকরী।
৩) শসার মধ্যে থাকা স্টেরল নামের এক উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শসার খোসাতেও এই উপাদান রয়েছে।
৪) শশা ওবেসিটি নিয়ন্ত্রণ করতে সক্ষম।
৫) ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য শসা খুবই উপকারী।
৬) শসা হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
৭) গ্যাস্ট্রিক, আলসার ও অ্যাসিডিটির জন্য শসা উপকারী।
৮) ইউরিক অ্যাসিড জনিত ব্যথার সমস্যায় শসার রস খেতে পারলে উপকার পাওয়া যাবে।
৯) শসাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল যা দাঁত, মাড়ি, নখ ও চুল ভালো রাখতে সাহায্য করে।
১০) হার্ট ও ফুসফুসের সমস্যাতেও শসার রস খেলে উপকার পাওয়া যাবে।