মঙ্গলবার নয়া বায়ু সেনাপ্রধানের দায়িত্ব লাভ করে মনোজ মুকুন্দ নরবনে। নয়া বায়ুসেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনে সম্প্রতি বলেছেন ভারতের অধিকার রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের উৎসস্থলে আঘাত করার এবং তার এই মন্তব্য ঘিরে সমালোচনা করেছে ইসলামাবাদ। একটি বিবৃতিতে তারা বলেছে বালাকোটের অভিযানের পর অভিনন্দনের প্রসঙ্গ যেন ভুলে না যায় ভারত।এই ধরনের হামলার যোগ্য জবাব দিতে কিন্তু প্রস্তুত ইসলামাবাদ ।
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে মনোজ মুকুন্দ নরবনে বলেন – পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে এবং তারা যদি এই মদত দেওয়া থেকে বিরত না হয় তাহলে সন্ত্রাসের উৎসস্থলে আঘাত করার অধিকার রয়েছে ভারতের। তার পরদিনই এই মন্তব্য কে দায়িত্বজ্ঞানহীন এবং প্ররোচনামূলক বলে জানিয়েছে ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রক একথাও জানিয়েছে পাকিস্তান বা কাশ্মীরে ভারত যদি কোনভাবে হামলা চালায় আর যোগ্য জবাব পাকিস্তানও দেবে। কাশ্মীরে অমানবিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে কাশ্মীরের নাগরিকদের প্রতি যে পাকিস্তানের সবসময় সমর্থন থাকবে একথা জানায় তারা এবং ভারত প্ররোচনামূলক আচরণ করলেও গোটা এলাকায় তারা শান্তি, নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট হবে বলে জানায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ পশ্চিমবঙ্গের ট্যাবলো, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল
গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। এরপর ২৬ শে ফেব্রুয়ারি বালাকোটের অভিযানের পর পাকিস্তানের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ঢুকলে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বাধ্য হয়ে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এরপর সীমান্তে উত্তেজনা কমলেও আবার ৩৭০ অনুচ্ছেদ রদের ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি দেখা দিলে উপত্যকায় কড়া নিরাপত্তা জারি হয়।