রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সরকারি হিসেবে জানা যাচ্ছে, মাত্র ১০ দিনে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে তিনগুণ। ২রা জুন কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৫১। ১২ই জুন সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১০৯ টি। অর্থাৎ মাত্র ১০ দিনেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে তিনগুণ। গোটা রাজ্যের নিরিখে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা গত ১০ দিনে বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২রা জুন গোটা রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮৪৪, মাত্র ১০ দিনের মধ্যে ১২ই জুন সেই সংখ্যা হয়েছে ১৮০৯।
কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এত ব্যাপক হারে বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রাজ্য সরকার। বিশেষত ১লা জুন থেকে রাজ্য জুড়ে আনলক-১ চালু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে, পুরুলিয়াতে গত ২রা জুন একটিও কন্টেইনমেন্ট জোন ছিলনা, এখন পুরুলিয়াতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ টি। একই ভাবে পূর্ব বর্ধমানে ৩ থেকে বেড়ে হয়েছে ১০৩। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা।
উত্তর ২৪ পরগণাতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২১৯ এবং দক্ষিণ ২৪ পরগণাতে ৩০ থেকে বেড়ে হয়েছে ৬১। জেলাগুলির মধ্যে ব্যতিক্রম হাওড়া। সেখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়েনি। ২রা জুন হাওড়াতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৭৬ এবং এখনও সেই একই আছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে যত বেশি ফিরছে সেখানেই তত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মাঝে আনলক চালু হয়ে যাওয়ায় আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছেনা সংক্রমণ। এখন সরকার এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।