Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ‘ভারত’ কথাটি ২২০ বার উল্লেখ করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে  ক্ষমতায় আসার পর "প্রথমে ভারত" এই নীতিটি স্থাপন করেন। ২০১৯ সালে "মন কি বাত" নামক একটি মাসিক রেডিও টক শো তে 'ভারত' শব্দটি ব্যবহার করেছেন…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে  ক্ষমতায় আসার পর “প্রথমে ভারত” এই নীতিটি স্থাপন করেন। ২০১৯ সালে “মন কি বাত” নামক একটি মাসিক রেডিও টক শো তে ‘ভারত’ শব্দটি ব্যবহার করেছেন ২২০ বার এবং ‘দেশ’ শব্দটি ব্যবহার করেছেন ৯৪ বার। ২০২২ সালে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল সরবরাহ অভিযানের কথা বলতে গিয়ে ‘জল’ শব্দটি ব্যবহার করেছেন ৭৩ বার।

‘যুবক’ এবং ‘তরুণ’ এই দুটি শব্দ ব্যবহার করেছেন যথাক্রমে ৩০ এবং ৫৪ বার। তিনি ভারতের যুব সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়তা উপভোগ করেছেন। প্রথম পাঁচ বছরে তিনি ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পটিতে বেশি করে জোর দিয়েছিলেন। এই সময় তিনি ‘পরিষ্কার’ শব্দটি ব্যবহার করেছেন ২৮ বার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘গেরুয়া বস্ত্র ধারণ করলে, হিন্দু ধার্মিক হওয়া যায় না,’ যোগীকে আক্রমন প্রিয়াঙ্কা গান্ধীর

ক্ষমতায় আসার প্রথম মেয়াদে তিনি “বেটি বাঁচাও, বেটি পড়াও” প্রকল্পটি চালু করেন। এর ফলে দেশের কিছু অংশে লিঙ্গানুপাতের বেশ উন্নতিও লক্ষ্য করা গেছে। এই সময় তিনি ‘মহিলা’ শব্দটি ব্যবহার করেছেন ২৭ বার। মোদী সাধারণত তার “মন কি বাত” অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যকে পরিষ্কার করেন, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের সাফল্যের গল্প তুলে ধরা হয়। এছাড়া তাকে পাঠানো তার অনুগামীদের চিঠি পাঠ করে শোনানো হয়।

এবছর নয় টি পর্বের মধ্যে ‘রাজনীতি’ শব্দটি ব্যবহার করেছেন মাত্র একবার। ‘শিক্ষা’ এবং ‘স্বামী বিবেকানন্দ’ শব্দগুলি বলেছেন যথাক্রমে ৮ এবং ৫ বার। এছাড়া তার অনুষ্ঠানে ‘মিত্রো’ শব্দের ব্যবহার বহুবার লক্ষ্য করা গেছে।

About Author