Today Trending Newsদেশনিউজ

ঘন কুয়াশা উত্তর ভারতে, ব্যাহত রেল ও বিমান চলাচল

Advertisement

তীব্র শৈত্যপ্রবাহ চলছে সমগ্র উত্তর ভারত জুড়ে। গতকাল আবহাওয়া ২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার কারণে উত্তর ভারতের বেশিরভাগ অংশ তীব্র শীতে পঙ্গু হয়েছে। প্রবল ঠান্ডার সাথে কুয়াশার জন্যে এদিন উত্তর ভারত জুড়ে ব্যাহত হল রেল ও বিমান চলাচল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল হল একাধিক বিমান ও ট্রেন।

সোমবার ভোর সাতটায় দিল্লির অনেক জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, রবিবার শ্রীনগরে এই মরসুমের শীতলতম দিন ছিল, যার ফলে শ্রীনগরের ডাল লেক নিরফে জমে যায়। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশও প্রবল শীতে কাঁপতে থাকে। আইএমডি জানিয়েছে, দিল্লিতে ১ জানুয়ারির দিকে হালকা বৃষ্টি হযে পারে, ফলে ঠান্ডার প্রকোপ কিছুটা কমতে পারে।

আরও পড়ুন : ভারতে তৈরি হচ্ছে বৃহত্তম ডিটেনশন ক্যাম্প

দিল্লিতে অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে, একাধিক ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুয়াশার কারণে রাত ২ টো পর্যন্ত কিছুই দেখা যায়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার সকাল সাড়ে দশটার আগে পর্যন্ত পরিস্থিতি উন্নত হবেনা। তবে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে যে শীঘ্রই দিল্লি শীত থেকে মুক্তি পাবে।

তীব্র কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে সোমবার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তিনটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি। কম দৃশ্যমানতার কারণে উত্তর ভারতে ৩০ টি ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে। দিল্লির আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আরও ২ দিন দিল্লিতে শৈত্য প্রবাহ চলবে, তারপর ধীরে ধীরে কমতে পারে ঠান্ডার পরিমাণ।

Related Articles

Back to top button