Electricity Bill: একধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল, শুধু করতে হবে এই কাজটি

আপনি যদি বিদ্যুৎ এর বিল এক্ষুনি অনেকটা কমাতে চান, তাহলে আপনাকে এই স্টেপ মেনে চলতেই হবে

Advertisement

Advertisement

এখনকার দিনে প্রতিটি বাড়িতে শুরু হয়েছে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা। বিদ্যুতের বিল জমা দিতে যেন নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। এখনকার দিনে ভারতের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ বিল নিয়ে শুরু হয়েছে সমস্যা। গ্রাম থেকে শুরু করে শহরে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে এখন অভিযোগের শেষ নেই। কিভাবে এই বেশি বিদ্যুৎ বিল মেটানো যাবে সেই নিয়ে চিন্তা সাধারন মানুষের। তবে, আপনাদের জানিয়ে রাখি কয়েকটা শর্ত যদি আপনি ভাল করে মানতে পারেন তাহলেই কিন্তু আপনি বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবেন আপনার বিদ্যুতের বিল। আজকের প্রতিবেদনে আমরা এই ব্যাপারেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কিভাবে সহজ পদ্ধতিতে বিদ্যুতের বিল কমিয়ে ফেলা যায় এবং এক ধাক্কায় বিদ্যুতের বিল একেবারে তলানিতে নিয়ে আসা যায়, সেটা নিয়েই আজ আমরা কথা বলব। তবে মনে রাখবেন এর জন্য কিছু সর্তকতা আপনাকে গ্রহণ করতে হবে।

Advertisement

বিদ্যুতের বিল কমানোর টিপস

১. বিদ্যুতের বিল মূলত বৃদ্ধি পায় যদি আপনি বাল্ব কিংবা সেই জাতীয় কোন আলো জ্বালান বাড়িতে। কিন্তু যদি আপনি এলইডি বাল্ব ব্যবহার করেন, বা এলইডি চালিত সমস্ত জিনিস ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার বিদ্যুতের বিল কমবে। ঘরে এই ধরনের বাল্ব লাগালে আলো যেমন বেশি পাবেন, তেমনি কিন্তু বিদ্যুতের খরচ অনেকটা কমে যাবে। ফলে এটা একটা ভালো উপায় হতে পারে বিদ্যুতের বিল কমানোর জন্য।

Advertisement

২. যদি আপনি টিভি বা কম্পিউটার ব্যবহার করেন, তাহলে এই ইলেকট্রনিক্স জিনিসগুলি সবসময় সুইচ থেকে বন্ধ করুন। বাড়িতে অনেক সময় দেখা যায়, রিমোট থেকে সবাই টিভি বন্ধ করে দিয়েছেন কিন্তু যেহেতু সুইচ থেকে টিভি বন্ধ করা হয়নি, তাই কিন্তু টিভিটা চলছেই। টিভি শুধুমাত্র সুইচ অন থাকার কারণেও কিন্তু বিদ্যুতের বিল বাড়তে পারে। অন্যদিকে, অনেককেই দেখা যায় কম্পিউটার ব্যবহার করছেন না, কিন্তু সেটাকে স্লিপে রেখে দিয়েছেন। স্লিপ চলাকালীন সময়ও কিন্তু বিদ্যুতের খরচ হয়। সেই কারণে যখন কোন সামগ্রী ব্যবহার করছেন না, সেটাকে একেবারে পুরোপুরি বন্ধ করুন।

Advertisement

৩. তবে সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হয় বাড়িতে এয়ারকন্ডিশনের মেশিনের জন্য। আপনি যদি এসি মেশিনের তাপমাত্রা ২৪ ডিগ্রি করে রাখেন, তাহলে কিন্তু অসহ্য গরমের হাত থেকে যেমন আপনি মুক্তি পাবেন, তেমনি কিন্তু আপনার বিদ্যুতের খরচ অনেকটা কম হবে। তাই এসি চালালে মোটামুটি ২৪ ডিগ্রি টেম্পারেচারে চালাবেন। তাহলে বিদ্যুতের বিল খুব একটা বেশি আসবে না।

৪. অনেক বাড়িতেই পুরনো পাখা এবং অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী থেকে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের পুরনো সামগ্রী অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাই পুরনো ইলেকট্রিক সামগ্রী বদলে ফেলার ব্যবস্থা করুন।

Recent Posts