নিউজরাজ্য

যে বুথে লাথি খেয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, সেখানে তিনি ভোট পেলেন মাত্র ২টি

Advertisement

গত ২৫ নভেম্বর ভোটের দিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের তৃণমূলের কর্মীদের হাতে হেনস্থা হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় বয়ে গেছিল।

আজ ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেলো করিমপুরের যে বুথে জয়প্রকাশবাবু মার খেয়েছিলেন সেই বুথে বিজেপি ভোট পেয়েছে মাত্র ২ টি। নোটার থেকে ১ টি বেশি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ওই বুথে মোট ভোটারের সংখ্যা ৭৪০। তার মধ্যে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ২ টি ভোট।

নির্বাচনের দিন করিমপুরের ঘিয়াঘাট এলাকায়, ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। সেখানে গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। রাস্তায় ফেলে কিল চড় মারা হয়, লাথি মেরে তাকে জঙ্গলে ফেলে দেয় এক তৃণমূল কর্মী।

ভোটের ফল বেরোলে দেখা যায়, ওই বুথের ৭৪০ টি ভোটের মধ্যে ৭০৭ টি পেয়েছেন তৃণমূল প্রার্থী, ২৭ টি পেয়েছেন বাম-কংগ্রেস প্রার্থী এবং ২ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর থেকে এক নির্দল ভোটার ১টি ভোট বেশি অর্থাৎ ৩টি ভোট পেয়েছেন।

ভোটের ফলাফলে করিমপুর থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিং। তিনটি উপনির্বাচনেই জয় পেয়েছে শাসক দল। করিমপুরে কার্যত উড়ে গেছে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

Related Articles

Back to top button