Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে, শেষ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশেষ তথ্য প্রকাশ করলো চিন

Updated :  Wednesday, June 10, 2020 9:20 AM

শেষ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য হল চিন সরকার। আন্তর্জাতিক স্তরে চাপের মুখে পড়ে রবিবার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করে চিন। সেখানে দেওয়া তথ্য অনুসারে, চিন সরকার জানিয়েছে যে, গত ২৭ শে ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে উহান প্রদেশে।

এই ভাইরাসের সংক্রমণের মারাত্মক গতি ও মারণ ক্ষমতা প্রথম বোঝা যায় গত ১৯ শে জানুয়ারি। কিন্তু চিনের এই দাবি সত্য নয় বলে জানাল হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চ। হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীদের দাবি, ডিসেম্বর নয়, উহানে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল গত আগস্ট মাস থেকেই।

এ বিষয়ে প্রমাণ দিতে গিয়ে উপগ্রহ চিত্রের সাহায্য নিয়েছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীরা। তাদের দাবি, গত আগস্ট মাস থেকেই চিনের উহান প্রদেশের হাসপাতালে করোনা সংক্রামিত রোগীর আনাগোনার ইঙ্গিত দিয়েছে উপগ্রহ চিত্র। হাসপাতালের বিভিন্ন অংশের ছবি তুলে ধরেছে কৃত্রিম উপগ্রহ। শুধু উপগ্রহ চিত্র নয়, এই কাজে উহানের হাসপাতালের পার্কিং জোনের ছবিও ব্যবহার করেছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুল রিসার্চের বিজ্ঞানীরা। আগস্ট মাসের শেষ দিকে উহানের বাসিন্দারা ইন্টারনেটে ডায়রিয়া ও কাশির বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন বলে দাবি এই বিজ্ঞানীদের। এই সময় হাসপাতালের পার্কিং জোনে হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যায় বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা।