Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপৎকালীন পরিস্থিতিতে অতিরিক্ত কাজে দেওয়া হবে ইনসেনটিভ

অরূপ মাহাত: সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য উৎসাহভাতার ঘোষণা করলেন তিনি। তবে তা পাওয়ার জন্য রেখে দিলেন কিছু শর্তও। এবার থেকে আপৎকালীন পরিস্থিতিতে কাজ করলে…

Avatar

অরূপ মাহাত: সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য উৎসাহভাতার ঘোষণা করলেন তিনি। তবে তা পাওয়ার জন্য রেখে দিলেন কিছু শর্তও। এবার থেকে আপৎকালীন পরিস্থিতিতে কাজ করলে মিলবে ইনসেনটিভ। এদিন বুলবুল পরবর্তী বসিরহাটের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে তিনি বলেন, বর্তমানে রাজ্যে আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের সাহায্যার্থে সরকারি কর্মচারীদের তৎপর থাকতে হবে। প্রয়োজনে ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা করে কাজ করতে হবে। দুর্গত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এরপরই তিনি অতিরিক্ত কাজের পরিবর্তে ইনসেনটিভের কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোন রকমের রাজনীতি তিনি পছন্দ করেন না বলেও জানান তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ত্রাণ বন্টনে কোন রকমের দলাদলি তিনি বরদাস্ত করবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুলবুল পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ বন্টনের উপর কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার কাকদ্বীপ গিয়েছিলেন, এদিন আবার বসিরহাটে যান তিনি। এমনকি সরকারি কর্মচারীদের উৎসাহ দিয়ে ত্রাণ বন্টনের কাজে গতি আনতে বাড়তি ইনসেনটিভের ঘোষণাও করেন তিনি।

About Author