Categories: দেশনিউজ

ক্ষতির মুখে SBI, সারা দেশজুড়ে বন্ধ হয়েছে বহু ব্যাঙ্কের শাখা

Advertisement

Advertisement

গত পাঁচ বছরে আর্থিক দিক থেকে ধুঁকছে এসবিআই। ৫ বছরে ২৬ টি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের ৩৪০০ টি শাখা বন্ধ বা অন্য ব্যঙ্কের সাথে মিশে গেছে, যাদের মধ্যে ৭৫ শতাংশই এসবিআইয়ের শাখা। মূলত এই পদক্ষেপগুলি ব্যঙ্ক সংযুক্তিকরণের জন্য করা হয়েছে। গত অর্ধদশকে এসবিআই এর আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় নিজেদের শাখাব্যঙ্কগুলি বন্ধ করে দিচ্ছে তারা।

Advertisement

এক্ষেত্রে আরবিআই জানিয়েছে, ২০১৪-১৫ আর্থিক বছরে ৯০ টি, ২০১৫-১৬ আর্থিক বছরে ১২৬ টি, ২০১৬-১৭ আর্থিক বছরে ২৫৩ টি, ২০১৭-১৮ আর্থিক বছরে ২০৮৩ টি, ২০১৮-১৯ আর্থিক বছরে ৮৭৫ টি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের শাখা মিশিয়ে ও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি ব্যঙ্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি বড়ো ব্যঙ্কের সাথে অনেকগুলি ছোটো ব্যঙ্ককে মিশিয়ে দেওয়া হচ্ছে ব্যঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে। এই জন্যে ১০ টি ব্যঙ্ক মিশিয়ে ৪ টি বড়ো ব্যঙ্ক তৈরী হচ্ছে।

Advertisement

আরবিআইয়ের এক তথ্যানুসারে ব্যঙ্ক সংযুক্তিকরণের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসবিআই। আরবিআইয়ের এই পদক্ষেপের ফলে এসবিআইয়ে ২,৫৬৮ টি শাখা বন্ধ হয়ে গেছে অথবা অন্য কোনো ব্যঙ্কের সাথে মিশে গেছে যার ফলে লোকসানের স্বীকার হচ্ছে এসবিআই।

Advertisement

Recent Posts