করোনা আতঙ্কে দর্শক শূন্য সিনেমা হল, বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলার সমস্ত সিনেমা হল
জমায়েত থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। তাই যেকোন ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে করোনা সংক্রমণের ভয়ে সিনেমা হলে আসছে না দর্শক। ফলে দর্শক শূন্য অবস্থায় চালাতে হচ্ছে সিনেমা। বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে হল মালিক থেকে সমগ্র সিনেমা জগতকে। তাই আপাতত ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিক এসোসিয়েশন।
ইতিমধ্যে দিল্লি ও মুম্বাইয়ের শহরে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ভিড় এড়াতে যথাক্রমে ৩০ ও ৩১ শে মার্চ পর্যন্ত সিনেমা হল রাখার কথা ঘোষণা করেন।
আরও পড়ুন : করোনার সংক্রমণ এড়াতে গোমূত্র পান, ভাইরাল নেটদুনিয়া
পশ্চিমবঙ্গও একই পথে হাঁটবে কিনা সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেবে হল মালিক এসোসিয়েশন ও প্রশাসন। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রসাশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখার নির্দেশ জারি করেছে সরকার।