Today Trending Newsনিউজরাজ্য

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাস

Advertisement

গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লো ৫৪ জন। একদিনে আক্রান্ত হওয়ার সংখ্যার নিরিখে এখনো পর্যন্ত যা রাজ্যে সর্বোচ্চ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৪৫। এখনো পর্যন্ত মৃত ১২ জন এবং গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। নতুন ভাবে আক্রান্ত হওয়া ৫৪ জনের মধ্যে ৮ জন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী আছেন। সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন এই তথ্য।

এছাড়াও বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, ওই ৫৪ জন ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও ৬ জন, যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিয়ারলেস এবং আইএলএস হাসপাতালে দুজন রোগীর করোনায় মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর এই কথা স্বীকার করেনি। চিকিৎসকদের করোনায় সংক্রমণের সূত্রপাত হয়েছিল হাওড়া জেলা হাসপাতাল থেকে। তারপর আরজিকর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের একের পর একটি চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীরা আক্রান্ত হয়েছে করোনায়।

চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়েও মুখ্যসচিব মুখ খোলেন এদিন। তিনি জানিয়েছেন, ‘চিকিৎসকরা যাতে সংক্রামিত না হন তার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা। তাদের জন্য দু ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রথমত, চিকিৎসকদের জন্য আমরা পিপিই, মাস্ক, গগলস পাঠাচ্ছি। দ্বিতীয়ত, যে রোগীরা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ এদিকে সোমবার থেকে মালদাতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সেখানে ৫৯ টি পরীক্ষা করা হয়, যার মধ্যে সবগুলিই নেগেটিভ এসেছে।

Related Articles

Back to top button