কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গ দার্জিলিং পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে থাকবে ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়বে। সকাল-সন্ধ্যায় থাকবে শীতের আমেজ।
আজ কলকাতায় আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং সারা দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। শনিবার সকালে কলকাতায় তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস বিকেলে ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল বিকেলে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ওও অরুণাচল প্রদেশে। শৈত্যপ্রবাহ জারি করা হয়েছে রাজস্থান, সৌরাষ্ট্র ও কচ্ছে।