Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলা দখলে মরিয়া বিজেপি, ১৮ সাংসদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী

আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভার নির্বাচন। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ রাজ্যের সাংসদদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করছেন। বাংলার ১৮ জন…

Avatar

আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভার নির্বাচন। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ রাজ্যের সাংসদদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করছেন। বাংলার ১৮ জন সাংসদের কাছে জানতে চাইছেন রাজ্যের পরিস্থিতি।

ঠিক কোন কোন ইস্যুর উপর ভিত্তি করে সাফল্য এসেছিল গত লোকসভা নির্বাচনে, তা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। সাংসদদের তিনি জানিয়ে দেন, যে কোন মূল্যে বাংলার দখল নিতে হবে। এর জন্য প্রয়োজনে নিজের নির্বাচনী ক্ষেত্র ছাড়াও অন্যান্য এলাকায় নজর দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে ৭ – ৮ জন সাংসদ দেখা করেছেন নরেন্দ্র মোদী। প্রত্যেকের সঙ্গে ১৫ মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত আলোচনা করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : অবসরের পরও ২ বছর কাজ করার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা দখলে যে কতটা মরিয়া বিজেপি, তা তাদের প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছে। বাংলার বিধানসভা নির্বাচন ২০২১ মিশনের দায়িত্বে রয়েছেন স্বয়ং অমিত শাহ। আগামী নির্বাচনে তাঁর নেতৃত্বেই তৃণমূলের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোন কোন আসনে বিজেপি জয় লাভ করতে পারে সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিজেপির ভোট ম্যানেজাররা।

About Author