আকাশে পাখি, ঘুড়ি সবই উড়তে দেখা যায়। কিন্তু কখনো কী টাকা উড়তে দেখেছেন ? আসুন তবে দেখে নি ব্যাপারটা আসলে কি
ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার হাইওয়ে হলো ব্যস্ত হাইওয়ে। হঠাৎ সেখানে উড়তে দেখা যায় লক্ষ লক্ষ টাকার নোট। ঠিকই শুনছেন! উড়ে পড়ল টাকা।
জানা গেছে যে প্রায় ৬৮ লক্ষ টাকা সেই হাইওয়েতে ছড়িয়ে পড়েছিল। যারা এগিয়ে যাচ্ছিলেন তারা গাড়ি থামিয়ে দিয়েছিলেন। এবং টাকা কুড়াতে লেগেছিলেন। টাকা রাস্তায় পড়ে থাকলে কি কেউ ছাড়বে?? যে যেমন পারলেন তেমন টাকা নিজের করে নিলেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। তবে ততক্ষণে যে যার মতো টাকা নিয়ে পালিয়ে যান।
আসলে টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এটিএম বা ব্যাংকের জন্য। ট্রাকের মাধ্যমে টাকা গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো কারণে হয়তো ট্রাকের পেছনের দরজাটি ঠিকমতো বন্ধ করা হয়নি। তারপরেই এই ঘটনাটি ঘটে। ট্রাকটি যখন আই ২৮৫ হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই হয়তো দরজাটি খুলে গেছিলো। এবং টাকাগুলো সব ছড়িয়ে পড়ে সেই হাইওয়েতে।
ট্রাকচালক যতক্ষনে বুঝতে পারেন ততক্ষনে সে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ততক্ষনে সেই হাইওয়ের রাস্তা ঢাকা পড়ে যায় টাকায়। এরকম কড়কড়ে ডলারের নোট দেখে সবাই বিস্মিত হন। সাথে সাথে দাঁড়িয়ে যায় হাইওয়ের ওপর দিয়ে যাতায়াত করা গাড়িগুলো। যে যেমন পারেন তেমন টাকা কুড়িয়ে নিলেন। অনেকে আবার এরম দৃশ্যের ভিডিও করছিলেন।
কিছু সহৃদয় ব্যক্তি তাদের কুরানো টাকাগুলি পুলিশের হাতে তুলে দেন। আবার কিছু কিছু মানুষ সেখান থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে আসার পর টাকা গুলিকে কুরিয়ে নেন।