নিউজরাজ্য

কাটোয়ার গড়াগাছায় সামাজিক নিরীক্ষার বিশেষ গ্রামসভা

Advertisement

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : মঙ্গলবার  পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গড়াগাছা অবৈতনিক  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০১৮-১৯আর্থিক বছরের এর সোশ্যাল অডিট-এর গ্রামসভা অনুষ্ঠিত হল।

এই গ্রামসভার আলোচ্য বিষয়গুলি ছিল-২০১৮-১৯ আর্থিক বছরের ২য় ছয়মাসের জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা,মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিত করণ প্রকল্প । এই সমস্ত প্রকল্পের সোশ্যাল অডিটের নিরিক্ষাপত্র পেশ পর্যালোচনা ও প্রতিবেদন পাঠ হয়।

উক্ত গ্রাম সভায় সভাপতিত্ব করেন গ্রামের সমাজসেবী প্রবীর সাহা। উপস্থিত ছিলেন জেলার সামাজিক নিরীক্ষার প্রতিনিধি
আজিজুর রইমান, গাজীপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান রাধারমণ প্রামাণিক, পঞ্চায়েতের সদস্য-সদস্যা, পঞ্চায়েতের আধিকারিকরা সহ গ্রাম সম্পদ কর্মীরা।

উল্লেখ্য, কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের ছয়টি পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয় গ্রাম সম্পদ কর্মীদের দ্বারা।গ্রামসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।ছয়টি গ্রাম পঞ্চায়েত হল সিঙ্গি, জগদানন্দপুর, পলসোনা, করুই, গাজীপুর ও অগ্রদ্বীপ। বাকি শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের সামাজিক নিরীক্ষার বিশেষ গ্রামসভা পরে হবে বলে জানা যায়।

Related Articles

Back to top button