জিওর এই প্ল্যানে এয়ারটেলের থেকে পাবেন ১৮২ জিবি বেশি ইন্টারনেট, পাবেন ২৩ দিনের অতিরিক্ত বৈধতা
জিও এবং এয়ারটেল এই মুহূর্তে ভারতের সবথেকে বড় টেলিকম অপারেটর সংস্থাগুলির মধ্যে একটি হয়ে উঠেছে
জিও এবং এয়ারটেলে এই মুহূর্তে ভারতের সবথেকে বড় দুটি টেলিকম অপারেটর সংস্থা। দুটি টেলিকম কোম্পানি তাদের ব্যবহারকারীদের জন্য বেশ কিছু প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। এর কারণে আপনি কোন প্ল্যানে রিচার্জ করবেন সেটা বেছে নেওয়া আপনার জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। আজকে আমরা আপনাদের এয়ারটেল এবং জিওর দুটি বছরব্যাপী প্ল্যান এর ব্যাপারে জানাতে চলেছি। এই দুটি প্লানের দাম হতে পারে ২৯৯৯ টাকা। চলুন তাহলে এই দুটি প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক এবং এর সুবিধাগুলিও জেনে নেওয়া যাক।
জিও ২৯৯৯ টাকার প্ল্যান
জিও ব্যবহারকারীরা যারা ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করবেন তারা ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন। অর্থাৎ আপনি মোট ৯১২.৫ জিবি ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন। এছাড়াও আপনি জিওর এই প্ল্যান এর সাথে দিওয়ালি অফার পেয়ে যাবেন যার অধীনে ২৩ দিনের বৈধতা অফার করা হচ্ছে। এর অর্থ হলো আপনি এই প্লেনের সাথে ৩৮৮ দিনের বৈধতা পেয়ে যাবেন। এই প্লান এর সঙ্গে জিও ব্যবহারকারীরা জিও টিভি জিও সিনেমার মতো বেশকিছু প্লাটফর্মে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন।
এয়ারটেল ২৯৯৯ টাকা প্ল্যান
অন্যদিকে এয়ারটেল এর প্রিপেড প্লানে আপনারা ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারছেন আপনি। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে অ্যাপোলো ২৪/৭ সার্কেল বেনিফিট, FASTag এর ১০০ টাকা ক্যাশব্যাক, বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের বিনামূল্যে সদস্যতা।
এবার বিষয়টা হলো আপনি কোন প্ল্যান গ্রহণ করবেন। এক দিক থেকে দেখতে গেলে জিও কিন্তু এয়ারটেলে থেকে বেশি ইন্টারনেট দিচ্ছে আপনাকে। এয়ারটেলের থেকে ১৮২ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাচ্ছে জিওর প্ল্যানে। এছাড়াও জিও দিওয়ালি স্পেশাল অফারের অধীনে ২৩ দিনের বেশি বৈধতা দিচ্ছে। কিন্তু আরো একটা দিকে রয়েছে এয়ারটেল এর সুবিধা। যদি আপনি গান শুনতে বেশি পছন্দ করেন, তাহলে আপনি এয়ারটেলের তরফ থেকে উইংক মিউজিকের একেবারে বিনামূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনি কিন্তু বিজ্ঞাপন দেখবেন না। কিন্তু আপনি যদি জিওর প্ল্যান গ্রহণ করেন তাহলে তার সাথে কোন রকম মিউজিক অ্যাপ্লিকেশন এর সাবস্ক্রিপশন আসে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজ্ঞাপন শুনে তারপরেই গান শুনতে হবে। তাই এই দিক থেকে দেখতে গেলে এয়ারটেলও খুব একটা খারাপ বেনিফিট দিচ্ছে না আপনাকে। অর্থাৎ কার পাল্লা ভারী, সেটা এখনই বলা খুব একটা সহজ নয়। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার প্ল্যান নির্বাচন করুন