Income Tax: আয়কর দাতাদের জন্য বড় সুখবর, অনেককে এখন আগের থেকে দিতে হবে কম কর, কারা পাবেন এই সুবিধা?

আয়কর দাতাদের জন্য একটা বড় সুখবর। এবার থেকে অনেককেই কম কর দিতে হবে তার আয়ের নিরিখে। রেন্ট ফ্রি হাউজের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বেতনভোগীদের একটা বড় স্বস্তি দিয়েছে। এর আওতায় যেসব কর্মচারীকে কোম্পানির পক্ষ থেকে ভাড়া মুক্ত থাকার ব্যবস্থা করা হয়েছে, এখন তারা বেশি সঞ্চয়সহ বেশি বেতন পাবেন। আইটি বিভাগ ভাড়া মুক্ত আবাসন সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে, যা কার্যকর হয়েছে গত এক সেপ্টেম্বর থেকে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ইতিমধ্যেই এই ইনকাম ট্যাক্স বিধিতে একটি নতুন নিয়ম সংশোধন করেছে।

কেন্দ্রীয় সরকারের এই সংস্থার মতে, কোম্পানির মালিকানাধীন বাড়িতে বসবাসকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী ব্যতীত অন্য কর্মচারীর মূল্যায়নের পরিবর্তন হবে। আয়কর বিভাগ জানিয়েছে, এবার থেকে যে সমস্ত কোম্পানি তাদের কর্মচারীদের জন্য আন-ফারনিষড ফ্ল্যাট দিয়ে থাকে, সেই সমস্ত ফ্ল্যাটের মালিকানা সরাসরি ভাবে কোম্পানির কাছেই থাকে। সেই মালিকানা কখনোই সেই কর্মচারীর কাছে যায় না। এবার থেকে সেই মালিকানার ভ্যালুয়েশন একটু অন্যভাবে করা হবে। নতুন নিয়ম অনুসারে, যে সমস্ত শহরের জনসংখ্যা ২০১১ জনগণনা অনুসারে ৪০ লাখের বেশি, সেইসব জায়গায় হাউজ রেন্ট এলাউয়েন্স বেতনের ১০ শতাংশ হবে। এর আগে ২০০১ সালের জনগণনা অনুসারে এটা ছিল ১৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে একদিকে যেমন কর্মচারীদের সুবিধা অনেক বাড়বে, তেমনি কিন্তু নেট টেক-হোম বেতন অনেকটা বৃদ্ধি পাবে। এরপরে একদিকে যেমন তাদেরকে কম কর দিতে হবে, তেমনি সঞ্চয় বাড়বে কর্মচারীদের। সেই পরিমাণটা মাত্র পাঁচ শতাংশ হলেও সেটা অনেকটা সুবিধাজনক হবে কম আয়ের কর্মচারীদের জন্য। সুতরাং সব মিলিয়ে, কর্মচারীদের জন্য বিষয়টা অনেকটাই লাভজনক হতে চলেছে।