দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে ৯০। দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৯৭ রানে। ক্রিজে এই মুহূর্তে আছেন হনুমা বিহারী এবং রিষভ পন্থ। নিউজিল্যান্ডের তরফে ট্রেন্ট বোল্ট ৩ টি উইকেট নিয়েছেন, সাউদি, ওয়াগনার এবং গ্র্যান্ডহোম একটি করে উইকেট নিয়েছেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছেন পূজারা (২৪)। বিরাট কোহলি এই ইনিংসেও ব্যর্থ। পুরো নিউজিল্যান্ড সিরিজে একটিও সেঞ্চুরি পেলেন না তিনি।
এদিন দিনের শুরুতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। ভারত ৭ রানের লিড পায়। ভারতের হয়ে মহম্মদ শামি চার উইকেট এবং বুমরাহ তিন উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার টম ল্যথাম সর্বোচ্চ ৫২ রান করেন এবং নয় নম্বরে ব্যাট করতে নেমে কাইল জেমিসেন ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৫ রানে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : শেষ আইপিএল খেলবে এই তিন তারকা ক্রিকেটার
জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার শুরুতেই উইকেট হারায়। ময়ঙ্ক আগরওয়াল ৩ রান করে বোল্টের বলে এলবিউব্লিউ হন। অন্য ওপেনার পৃথ্বী শ ও বেশি সময় টিকতে পারেননি। এরপর অধিনায়ক বিরাট কোহলিও তাড়াতাড়ি আউট হয়ে যান। মাত্র ৮৪ রানেই প্রথম পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে ৯০।