দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ২৩৫ রানে অলআউট নিউজিল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের ২৪২ রানের জবাবে ২৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৭ রানের লিড পেলো ভারত। নিউজিল্যান্ডের তরফে সর্বোচ্চ রান করেছেন ওপেন করতে নাম টম ল্যথাম। ওপেন করতে নেমে ৫২ রান করে শামির বলে বোল্ড হন তিনি। ভারতের তরফে চারটি উইকেট নেন শামি, তিনটি উইকেট নেন বুমরাহ। দুটি উইকেট নেন জাডেজা এবং একটি উইকেট নেন উমেশ যাদব।
প্রথম দিনে টসে হেরে ব্যাটিং করার পর মাত্র ২৪২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন তিন ব্যাটসম্যান। পৃথ্বী শ, হনুমা বিহারী এবং চেতেশ্বর পূজারা হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ রান হনুমা বিহারীর (৫৫)। জবাবে ব্যাট করতে নেমে প্রথমদিনের শেষে নিউজিল্যান্ডের টম ব্লান্ডল ২৯ এবং টম ল্যাথাম ২৭ রানে অপরাজিত ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : শেষ আইপিএল খেলবে এই তিন তারকা ক্রিকেটার
দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডের উইকেট পড়তে থাকে। ৬৬ রানের মাথায় টম ব্লান্ডল আউট হতেই নিউজিল্যান্ডের ইনিংসের পতন শুরু হয়। অধিনায়ক কেন উইলিয়ামসনও এই ম্যাচে রান পাননি। নয় নম্বরে নামা কাইল জেমিসেনের ৪৯ রানের দৌলতে ২৩৫ পর্যন্ত পৌঁছয় কিউইরা। ভারতের হাতে লিড এখন ৭ রানের। দ্বিতীয় দিনে নীল ওয়াগনারকে আউট করার পথে একটি অসাধারণ ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা, যেটিকে ইতিমধ্যেই বলা হচ্ছে সর্বকালের অন্যতম সেরা ক্যাচ।