ক্রিকেটখেলা

তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট ভারতের

Advertisement

তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামিল্টনের সেডন পার্কে আর কিছুক্ষণের পরেই নামতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। টসে জয়লাভ করেছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। বিরাট কোহলি জানিয়েছেন তিনিও টসে জিতলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। ভারতীয় দল যেহেতু ২-০ তে এগিয়ে তাই সিরিজ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তারা।

ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসনের জন্য তাকে ‘ফায়ার’ এবং কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের শান্ত স্বভাবের জন্য তাকে ‘আইস’ আখ্যা দেওয়া হয়। ফায়ার বনাম আইস এর আরোও একবার প্রতিদ্বন্দ্বীতা দেখার জন্য তৈরি দর্শকেরা। ভারতীয় দলে কোনো পরিবর্তন হয়নি তারা উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। নিউজিল্যান্ড দলে একটিমাত্র পরিবর্তন হয়েছে।

ভারতীয় প্রথম একাদশ

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

মার্টিন গুপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সেইফের্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, স্কট কুগেলেইন, ইশ সোধি, হামিশ বেনেট।

Related Articles

Back to top button