IND Vs NZ: নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়ল রোহিতের ক্ষুদে ভক্ত, অধিনায়কের ব্যাবহারে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

গতকাল রায়পুরের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। উক্ত ম্যাচে একাধিক রেকর্ড সহ বিশ্বসেরা ওডিআই ক্রিকেট টিম নিউজিল্যান্ডকে রীতিমতো ঘোল খাইয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় বোলারদের বিধ্বংসী তান্ডবের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড শিবির। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হেসে খেলে ম্যাচ জেতার পরেও বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সংবাদ শিরোনামে রয়েছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে একাধিক প্রশ্ন ছুড়েছেন সমালোচকরা। আসলে গতকাল ম্যাচ চলাকালীন সময়ে রোহিত শর্মার এক খুদে ভক্ত সমস্ত নিরাপত্তা ভেঙে ঢুকে পড়েন মাঠে। কোন কিছু বুঝে ওঠার আগে ওই সমর্থক দৌড়ে এসে জড়িয়ে ধরেন অধিনায়ক রোহিত শর্মাকে। যে ঘটনা ক্যামেরা বন্দী হয়েছে এবং ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

স্বাভাবিকভাবেই বিসিসিআইয়ের দিকে একাধিক প্রশ্ন তুলেছেন নিন্দুকরা। তাদের প্রশ্ন, ‘কিভাবে একজন বালক সমস্ত নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করলো? যেকোনো ব্যক্তি যদি কোন বাধা ছাড়াই মাঠে প্রবেশ করতে পারেন তবে ক্রিকেটারদের নিরাপত্তা কোথায়?’ আপনাদের জানিয়ে রাখি, গতকাল ভারতের ইনিংসের ৯.৪ ওভারে হঠাৎ করে রোহিতকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বছর আটকের একটি ছেলে। বিষয়টি রোহিত শর্মা বুঝতে না পেরে হতচকিত হয়ে পড়েন। যদিও মুহূর্তের মধ্যে নিরাপত্তা কর্মীরা হাজির হন সেই জায়গায় এবং ওই বালককে মাঠের বাইরে নিয়ে যান তারা।

আপনাদের জানিয়ে রাখি, রায়পুরের স্টেডিয়ামে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিকট থেকে নিজের রোল মডেলকে দেখে শান্ত থাকতে পারেননি ওই বালক। সেই কারণে ছুটে রোহিত শর্মার কাছে পৌঁছে যায় সে। সূত্রের খবর, নিরাপত্তা ভেঙে মাঠে পৌঁছানো ওই বালকের যেন কোন রকম শাস্তি প্রদান করা না হয় এমনটা অনুরোধ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রশ্ন থেকেই যায়, বিসিসিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা কি এতই দুর্বল?