ক্রিকেটখেলা

মুখোমুখি ভারত-পাকিস্তান, জানুন কবে, কখন খেলা

Advertisement

ক্রিকেট মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া ম্যাচে একটি অন্য মাত্রা যোগ করে। যদিও এই ঘটনা ইদানীংকালে কদাচিৎ লক্ষ্য করা যায়। বর্তমানে এই দুই এশীয় দলকে বিশেষ করে ক্রিকেট মাঠে খুব কমই মুখোমুখি হতে দেখা যায়। সেই রকমই একটি ম্যাচ হতে চলেছে আগামী মঙ্গলবার। ছোটদের বিশ্বকাপ অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ছোটদের টুর্নামেন্ট হোক বা বড়দের ম্যাচে উত্তেজনা যে একই রকম থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।

সুপার লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের ছোটোরা। অপরদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছোয় পাকিস্তান। এখন পর্যন্ত চারবার এই ট্রফি জেতা ভারতকে এবারেও ফেভারিট হিসাবে ধরা হচ্ছে। আগের বছর এই ট্রফি ঘরে তুলেছে ভারত এবং এবারের সংস্করণে এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি প্রিয়ম গর্গ নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে পাকিস্তান এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে দু’বার।

আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মহম্মদ হুরাইরা বলেছেন “এই ম্যাচ টি আমরা অন্য যেকোনো ম্যাচের মতোই মনে করছি। ভারত-পাকিস্তান বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী তাই ম্যাচে একটু উত্তেজনা থাকে তবে আমরা সেটাই অভ্যস্ত হয়ে যাব। আমি এটা অন্য একটা ম্যাচের মতোই খেলবো।” এই পাক ওপেনার ব্যাটসম্যান আবার সম্পর্কে শোয়েব মালিকের ভাইপো। তিনি যতই বলুন না কেন ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা একটা কাজ করবেই।

Related Articles

Back to top button